The Kashmir Files: বিজেপি বিধায়কদের নিয়ে কাশ্মীর ফাইলস দেখতে গেলেন শুভেন্দু
Suvendu Adhikari Saw The Kashmir Files Movie: ছবিটির বিশেষ প্রদর্শনে থাকার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ছবিটি ভাল, সকলের দেখা উচিত।
কলকাতা: আজ সল্টলেকের সিটি সেন্টার ওয়ানে বিজেপি বিধায়কদের নিয়ে কাশ্মীর ফাইলস সিনেমা দেখতে গেলেন শুভেন্দু অধিকারী। হলে ঢোকার আগে জয় শ্রীরাম স্লোগান দিলেন বিজেপি বিধায়করা।
এদিকে, 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি নিয়ে এবার মুখ খুললেন নরেন্দ্র মোদি। বক্স অফিসে বাজিমাত করে দেওয়া এই ছবি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এখন চর্চায় উঠে এসেছে। প্রধামন্ত্রী এই ছবি দেখার পর বলেছেন ৯০ দশকের শুরুতে যে ঘটনা উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে ঘটে, যেভাবে ভিটেমাটি ছাড়া হতে হয় তাঁদের সে কথা প্রকাশ্যে আসুক অনেকেই অনেকেই চাননি। বহুদিন সত্যকে বারবার চাপা দেওয়ার চেষ্টা হয়েছে।
ছবিটির বিশেষ প্রদর্শনে থাকার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ছবিটি ভাল, সকলের দেখা উচিত।। মঙ্গলবার বিজেপি সংসদীয় দলের বৈঠকে তিনি সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, 'দ্য কাশ্মীর ফাইলস' দেখার কথাই বললেন সকলকে। তিনি বলেন, 'এটি খুব ভাল একটি ছবি এবং এ ধরনের কাজ আরও হওয়া প্রয়োজন।"
আরও পড়ুন, সবাই প্রশংসায় পঞ্চমুখ, অথচ 'দ্য কাশ্মীর ফাইলস' প্রসঙ্গে এ কী বললেন আমির খান!
দ্য কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে উত্তপ্ত হয়েছে রাজনীতি। ছবিটি বিজেপি শাসিত রাজ্যগুলি কর মুক্ত করে দিয়েছে। বিরোধীগুলি এই ছবির বিরুদ্ধে ঝাণ্ডা চুলেছে । এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কাশ্মীরের সত্য, যা ছবিতে দেখানো হয়েছে, তা অনেকে আবৃত রাখার চেষ্টা করে গিয়েছেন। এখনও যাঁরা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলেন, তাঁরাই আবার এই ছবি প্রদর্শনের বিরোধিতা করেছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশভাগ থেকে জরুরি অবস্থা, বিভিন্ন প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, 'আমার বক্তব্য কোনও ছবি নিয়ে নয় । দিনের পর দিন যেভাবে সত্যকে চাপা দেওয়ার প্রয়াস হয়ে এসেছে, তার বিরোধিতা করছি আমি'।
গত ১১ মার্চ মুক্তি পেয়েছে। অভিনয় করেছেন, মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর প্রমুখ। প্রথম দিনেই তা ৩.৫৫ কোটি টাকার ব্যবসা করেছে।