Suvendu Adhikari: গঙ্গাসাগর মেলায় ভেসেলের ভাড়া বাড়িয়ে টাকা আত্মসাৎ রাজ্য সরকারের? বড় অভিযোগ শুভেন্দুর
Gangasagar Mela, Suvendu Adhikari: এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী এই ছবি পোস্ট করে নামখানা থেকে বেনুবন পর্যন্ত বছরের অন্য সময়ে ভাড়া ৪০ টাকা গঙ্গাসাগর মেলার সময় সেই ভাড়া হয়েছে ৮৫ টাকা।
কৃষেন্দু অধিকারী, কলকাতা: গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) রাজ্য সরকারের (West Bengal Govt) বিরুদ্ধে ভেসেলের ভাড়া (Vessel Fair) বাড়িয়ে টাকা আত্মসাতের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতা লিখেছেন, মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার গঙ্গাসাগর মেলাকে তাদের শূন্য কোষাগার পূরণ করতে ব্যবহার করছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।
গঙ্গাসাগর মেলা শেষ। কিন্তু তা নিয়ে রাজনীতি এখনও চলছে। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে ভেসেলের ভাড়া বাড়িয়ে টাকা আত্মসাতের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী।
নানা বয়সের নানা মুখ, নানা ভাষা। পূণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্ত, সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথির দল। বছরের অন্য সময়ের ভাড়া ও গঙ্গাসাগর মেলার সময় ভাড়ার পরিমাণ তুলে ধরে, রাজ্য সরকারের উদ্দেশে ঝাঁঝালো আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
কী অভিযযোগ শুভেন্দুর?
তিনি লিখেছেন, দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার মোটা টাকা তোলার জন্য সাধারণ মানুষকে নিংড়ে নিচ্ছে। প্রতিদিন বড় বড় দাবি করা হচ্ছে যে, পশ্চিমবঙ্গ সরকার গঙ্গাসাগর মেলায় সেরা পরিষেবা দিচ্ছে এবং কীভাবে রাজ্য সরকার নিজে খরচ বহন বেশিরভাগ পরিষেবা বিনামূল্যে প্রদান করছে। তবে এসব দাবি বাস্তবতা থেকে অনেক দূরে।
এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী এই ছবি পোস্ট করে নামখানা থেকে বেনুবন পর্যন্ত বছরের অন্য সময়ে ভাড়া ৪০ টাকা গঙ্গাসাগর মেলার সময় সেই ভাড়া হয়েছে ৮৫ টাকা। অর্থাৎ ভাড়া বেড়েছে ৪৫ টাকা। পাশাপাশি কচুবেড়িয়া থেকে লট নম্বর ৮ পর্যন্ত বছরের অন্যান্য সময় ৯টাকা ভাড়া হলেও গঙ্গাসাগর মেলার সময় ভাড়া নেওয়া হয়েছে ৪০। সবমিলিয়ে ৭৬ টাকা বেশি নেওয়া হয়েছে।
শুভেন্দু অধিকারী লিখেছেন, কমপক্ষে যদি ৫০ লক্ষ মানুষও গঙ্গাসাগর মেলায় ভেসেল পরিষেবা ব্যবহার করেছেন বলে ধরে নেওয়া হয়, তাহলে ভাড়া বাড়িয়ে রাজ্য সরকার উপার্জন করেছে ৩৮ কোটি টাকা।
শুভেন্দু অধিকারীর দাবি, আসলে মমতা সরকার গঙ্গাসাগর মেলাকে তাদের শূন্য কোষাগার পূরণ করতে ব্যবহার করছে। গঙ্গা সাগর মেলায় আসা ভক্তদের ভেসেল ভাড়া দিতে বাধ্য করা হচ্ছে, যা স্বাভাবিক ভাড়ার চেয়ে বহুগুণ বেশি। দয়া করে দেখুন কীভাবে ভক্তদের কাছ থেকে অর্থ তোলা হচ্ছে যাদের কোনও উপায় নেই কারণ তাঁরা পবিত্র আচার-অনুষ্ঠানে অংশ নিতে দূর থেকে এসেছেন।
গঙ্গাসাগরের ভেসেল পরিষেবার খরচ বাড়ানোর কথা লিখতে গিয়ে টেটের ফর্মের দাম ও তা থেকে রাজ্য সরকারের উপার্জনের প্রসঙ্গও তুলেছেন শুভেন্দু অধিকারী। ভেসেল ভাড়া নিয়ে রাজনৈতিক তরজা চলছে জোরকদমে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে