(Source: ECI/ABP News/ABP Majha)
Suvendu Adhikari: "পুলিশও তৃণমূলকে বাঁচাতে পারবে না'' ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari On TMC: "আমরা কার্যত গুছিয়ে নিয়ে এসেছি। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন এদের অবস্থা কী হয়।'' কাঁথির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
কলকাতা: ফের তৃণমূলকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। "পুলিশও তৃণমূলকে বাঁচাতে পারবে না। আমরা কার্যত গুছিয়ে নিয়ে এসেছি। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন এদের অবস্থা কী হয়। কাঁথির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। "সিবিআই-ইডির (CBI - ED) হাত থেকে বাঁচতে এই ধরণের কথা বলছেন শুভেন্দু অধিকারী।'' কটাক্ষ কুণাল ঘোষের (Kunal Ghosh)।
তৃণমূলকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর: শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, তৃণমূল সরকারের পতন নিয়ে ভবিষ্যদ্বাণী শোনা যাচ্ছে একাধিক হেভিওয়েট বিজেপি নেতার মুখে। এদিন ফের মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এদিন তিনি বলেন, "পুলিশ, মমতা পুলিশ। চটি চাটা পুলিশ। দলদাসে পরিণত হওয়া পুলিশ। তারা যেভাবে, তারাই ঠিকা নিয়েছে, তারাই দায়িত্ব নিয়েছে, এই তোলামূল নামক পার্টিটাকে টিকিয়ে রাখার বা বাঁচিয়ে রাখার। যে বাঁচিয়ে রাখতে এরা পারবে না। আমরা কার্যত গুছিয়ে নিয়ে এসেছি। আর কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন, এদের অবস্থাটা কী হবে। একদম লড়াই করুন। সিপিএমকে কী করে উৎখাত করেছি, আমি জানি। একেও কী করে উৎখাত করতে হয় আমি জানি। শুধু সঙ্গে থাকুন।''
শুভেন্দুকে কটাক্ষ কুণালের: এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "যে দলটিকে উনি বিকৃত নামে ডাকছেন সেই দলটি থেকে ২০২০ সাল পর্যন্ত সপরিবারে যে কোনও সম্মান, ক্ষমতা, দায়িত্ব পেয়েছেন। সিবিআই-ইডি থেকে বাঁচতে বিজেপির পা ধরে এই কথা বলছেন। ২০২০ পর্যন্ত শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি হটাও দেশ বাঁচাও, তাঁর মুখে এসব বিশ্বাস করবে মানুষ!'' অন্যদিকে, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর গলায় শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। উত্তর ২৪ পরগনার নিমতায় বিজয়া সম্মিলনীর মঞ্চে এবার মদন মিত্রের গলায় শোনা গেল যুদ্ধের হুঙ্কার। তিনি বলেন, "যুদ্ধ আসছে। যুদ্ধ কিন্তু আসছে ডিসেম্বর মাসের মধ্যে। অনেক বড় যুদ্ধ। আপনাদের কাছে এই পবিত্র মঞ্চে বলে যাই, যদি যুদ্ধে জয়ী হই, রক্ত করবীর মালা আর সিঁদুরের ললাট লিখন লিখে দেবেন। যুদ্ধে যদি হেরে যাই, যুদ্ধক্ষেত্রে প্রাণ দেব। কিন্তু,...শত্রুর কাছে আত্মসমর্পণ করব না।''
আরও পড়ুন: WBBPE: "ইন্টারভিউ ছাড়া চাকরি দেওয়া সম্ভব নয়'' জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল