Vande Bharat: 'বন্দে ভারতে যারা পাথর ছুড়েছে তাদের দিন ঘনিয়ে এসেছে', হুঁশিয়ারি শুভেন্দুর
Vande Bharat Express: এদিন মালদার গাজোলের সভা থেকে আক্রমণ শানান শুভেন্দু। তিনি বলেন, 'বন্দে ভারতে যারা পাথর ছুড়েছে তাদের দিন ঘনিয়ে এসেছে।
কলকাতা: যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই মালদায় (Malda) আক্রান্ত হয়েছে হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে পাথর ছোড়া হয়েছিল। যার জেরে ভেঙেছে C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত ট্রেনের জানলাও। যা নিয়ে এবার সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এদিন মালদার গাজোলের সভা থেকে আক্রমণ শানান শুভেন্দু। তিনি বলেন, 'বন্দে ভারতে যারা পাথর ছুড়েছে তাদের দিন ঘনিয়ে এসেছে। উত্তরপ্রদেশ থেকে অসম, কোচবিহার হয়ে বুলডোজার ঢুকছে'। এছাড়াও জয় শ্রীরাম স্লোগানের বদলা নয় তো? এই সন্দেহ রয়েছে শুভেন্দুর। তিনি এনআইএ তদন্তের দাবিও করেছেন। শুভেন্দু অধিকারী ট্যুইটারে লিখেছেন, দুর্ভাগ্যজনক। ভারতের গর্ব 'বন্দে ভারত' এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে পশ্চিমবঙ্গের মালদায়। উদ্বোধনের দিন 'জয় শ্রীরাম' স্লোগানের বদলা নিতেই এই ঘটনা? PMO এবং রেলমন্ত্রীর কাছে ঘটনার তদন্তভার NIA-র হাতে তুলে দেওয়ার আর্জি জানাচ্ছি।
এই ঘটনায় নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে RPF-এর কাছে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি, কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার তদন্ত কমিটি গঠন করেছেন। কত দূর থেকে পাথর ছোড়া হয়েছিল, এই ঘটনায় কারা যুক্ত, তা নিয়ে তদন্ত শুরু করেছেন রেলের আধিকারিকরা।
আরও পড়ুন, ১৮ হাজারে বিকোচ্ছে রয়্যাল এনফিল্ড? দাম দেখে চক্ষু চড়কগাছ বাইকপ্রেমীদের!
এই প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা জবাব, "কোনও ট্রেনেই এভাবে পাথর মারা উচিত নয়৷ করল কারা? যারা সকাল থেকে বলছেন তারাই এইসব করছেন কিনা দেখা হবে। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় চক্রান্ত..... বাংলাকে বদনাম করতে পরিকল্পিত চিত্রনাট্য। যোগী রাজ্যেও একাধিকবার আক্রান্ত হয়েছে বন্দে ভারত। তখন এনআইএ হয়েছে কি?"
প্রসঙ্গত, তাল কেটেছিল উদ্বোধনের দিনই। বিজেপি কর্মী-সমর্থকদের জয় শ্রীরাম স্লোগানে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ওঠেননি উদ্বোধনী মঞ্চে। যাত্রা শুরু প্রথম দিনই প্রশ্ন ওঠে সেমি হাইস্পিড ট্রেনে খাবারের মান ও পরিষেবা নিয়ে। দ্বিতীয় দিনে মালদায় আক্রান্ত হয় হাওড়াগামী ডাউন 'বন্দে ভারত' এক্সপ্রেস, আর তৃতীয় দিনে, ভারতের অন্যতম প্রিমিয়াম ট্রেনে পাথর ছোড়ার ঘটনা নিয়ে তুঙ্গে উঠল রাজনীতি।