Viral News: ১৮ হাজারে বিকোচ্ছে রয়্যাল এনফিল্ড? দাম দেখে চক্ষু চড়কগাছ বাইকপ্রেমীদের!
Royal Enfield Bike Price: দেখা যাচ্ছে বুলেটের একটি বাইকের দাম ১৮ হাজার ৭০০ টাকা। অনেকের মনে প্রশ্ন তবে কি বিশাল ছাড়ে বাইক ছাড়ছে সংস্থা!
কলকাতা: ভারতের অন্যতম আইকনিক বাইক যদি কিছু থাকে তবে তা রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০। বহু বছর আগে থেকেই এই মোটরবাইকের চাহিদা তুঙ্গে ছিল। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই বাইকের জনপ্রিয়তা বাকিদের পিছনে ফেলে দিয়েছে। চাহিদা অনুযায়ী বছরের পর বছর ধরে এই বাইকের ডিজাইনেও একাধিক রদবদল আনা হয়েছে। যদিও রয়্যাল এনফিল্ড বলতে সকলে যে ডিজাইন বোঝে, সেই স্বাতন্ত্র্যতা বজায় রেখেই কিছুটা অদলবদল আনা হয়েছে বাইকের ডিজাইনে।
তা সে যাই হোক না কেন, এবার এক 'বেনজির' দামের জন্য সোশাল মিডিয়াইয় শিরোনামে রয়্যাল এনফিল্ড। সংস্থার তরফে একটি বাইকের বিল পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বুলেটের একটি বাইকের দাম ১৮ হাজার ৭০০ টাকা। অথচ এখন রয়্যাল এনফিল্ডের এই বাইকটির শো-রুম প্রাইস এখন ১ লক্ষ ৪৭ হাজার মতো! অনেকের মনে প্রশ্ন তবে কি বিসশাল ছাড়ে বাইক ছাড়ছে সংস্থা!
আজ্ঞে না! তেমন কোনও বিষয় নয়। রয়্যাল এনফিল্ড সংস্থা যেটি পোস্ট করেছে তা আদতে ১৯৮৬ সালের একটি বিল। যেখানে বাইকের দাম ছিল ১৮ হাজার টাকা। আর এই দাম দেখে অনেকেই অনেক কিছু ভেবে ফেলেছেন। সোশাল মিডিয়ায় এখন এই দামই রীতিমত ভাইরাল। ইতিমধ্যেই ৫৯ হাজার লাইক এসেছে পোস্টটিতে।
View this post on Instagram
আরও পড়ুন, হোটেল বুকিংয়ে গোয়াকে টক্কর দিল বারাণসী! বাড়ছে OYO রুমের চাহিদাও
অনেক নেটিজেনরাই বলেছেন যে একবিংশ শতকে দাঁড়িয়ে রয়্যাল এনফিল্ড বুলেটের এই দাম জলের দরের মতো শোনালেও ১৯৮৬ সালে এই ১৮ হাজারের মূল্য ১ লক্ষ ৮০ হাজারের কাছাকাছিই ছিল। সময়ের নিরিখে তাই খুব একটা বদল হয়নি বাইকের মূল্যে। আরেক নেটিজেনের কথায়, "আমার দাদু ১৯৮৪ সালে ২ হাজার টাকায় জমি কিনেছিলেন যার দাম এখন ২ কোটি।"