Suvendu Adhikari: ১০০ দিনের কাজে জবকার্ড দুর্নীতির অভিযোগ,কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি শুভেন্দুর
ট্যুইটারে মালদার হরিশ্চন্দ্রপুরের একটি নথি তুলে ধরে, বিরোধী দলনেতা লিখেছেন, "দুটি ব্লকে কীভাবে ভুয়ো জবকার্ড হোল্ডারদের মাধ্যমে টাকা নয়ছয় করা হয়েছে এটা তারই প্রমাণ।''
কলকাতা: পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজে জবকার্ড দুর্নীতির অভিযোগে, ফের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-কে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari )। চিঠিতে বিরোধী দলনেতা অভিযোগ জানিয়েছেন, ১ কোটি ১৭ লক্ষ ভুয়ো জবকার্ড তৈরি করা হয়েছে। বিষয়টি ক্যাগ-কে দিয়ে তদন্তের আর্জিও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
জবকার্ড দুর্নীতির অভিযোগ: ট্যুইটারে একটি নথি তুলে ধরে, বিরোধী দলনেতা লিখেছেন, দুটি ব্লকে কীভাবে ভুয়ো জবকার্ড হোল্ডারদের মাধ্যমে টাকা নয়ছয় করা হয়েছে এটা তারই প্রমাণ। সেই সঙ্গে তিনি আরও দাবি করেছেন, গত ১০ বছরে রাজ্যে প্রায় ১ কোটি ১৯ লক্ষ জাল জবকার্ডের মাধ্যমে, বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে। তার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা হতে পারে।
Data of 1 Crore 18.5 Lakhs Fake MGNREGA Job Cards have been deleted in WB as of now. There's evidence that money has been transferred to these accounts.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 3, 2023
I have requested Hon'ble Union Minister Shri @girirajsinghbjp Ji for a thorough investigation by a Central Agency & CAG Audit. pic.twitter.com/5Z1s1EpBJg
১০০ দিনের কাজ নিয়ে বারবার অভিযোগ জানিয়েছিল বিজেপি। ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে আদালতে সরবও হয়েছেন বিরোধী দলনেতা। গত বছর ২১ নভেম্বর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট তুলে ধরে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অভিযোগ করেন, ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির হদিশ মিলেছে। তাঁর দাবি, 'কয়েকটি ক্ষেত্রে জেলাশাসক ও বিডিও-র এফআইআরের সুপারিশ কার্যকর করা হয়নি। বহু ব্লকে জনসংখ্যার তুলনায় জবকার্ড বেশি রয়েছে।' বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরও জবকার্ড রয়েছে, অভিযোগ করেছিলেন শুভেন্দু।
১০০ দিনের প্রকল্পের কোটি কোটি টাকা নয়ছয়, বেআইনিভাবে টেন্ডার পাস, মালদার (Malda) তৃণমূল পরিচালিত এক পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন দলেরই এক কর্মী। পঞ্চায়েত ভোটের আগে, এই ঘটনায় প্রকাশ্য়ে চলে এসেছে তৃণমূলের দলীয় কোন্দল। ১০০ দিনের কাজের কোটি কোটি টাকা নয় ছয় করেছেন তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহ। এক এলাকার লোকের নামে, অন্য় এলাকা থেকে ১০০ দিনের কাজের মজুরির টাকা তুলে নেওয়া হয়েছে। বেআইনিভাবে বিভিন্ন প্রকল্পের টেন্ডার পাস করানো হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন: Koustav Bagchi: মুখ পুড়ল পুলিশের, জামিন পেলেন কৌস্তভ বাগচী