Kolkata Medical College: কলকাতা মেডিক্যালেও স্বাস্থ্যসাথীতে দুর্নীতি ! ২ মাসে শতাধিক রোগীর প্রাপ্য টাকা লোপাট..
Swasthya Sathi Scam In Kolkata Medical College: কলকাতা মেডিক্যালেও স্বাস্থ্যসাথীতে দুর্নীতি ! হাসপাতালের তদন্তে ধরা পড়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতির পর্দাফাঁস!
কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজেও স্বাস্থ্যসাথীতেও দুর্নীতি! স্বাস্থ্যসাথী প্রকল্পে হাসপাতাল থেকে রোগীকে বাড়ি ফিরতে দেওয়া হয় ২০০ টাকা'। হাসপাতাল থেকে ছুটির পর রোগী সহায়তা কেন্দ্র থেকে ২০০ টাকা পাওয়া যায়। স্লিপে অন্যের ফোন নম্বর লিখে, সই জাল করে সেই টাকা লোপাট!
২ মাসে অন্তত শতাধিক রোগীর প্রাপ্য় টাকা লোপাট! টাকা পেয়েছেন কি না, জানতে রোগীদের ফোন করতেই দুর্নীতির পর্দাফাঁস। দেখা যায় বেশ কয়েকটি মোবাইল নম্বরের কোনও অস্তিত্বই নেই কোথাও। ফোন করে জানা যায়, সংশ্লিষ্ট মোবাইল নম্বর ওই রোগীরই নয়! হাসপাতালের তদন্তে ধরা পড়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতির পর্দাফাঁস! রোগীদের অ্যাকাউন্টে বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতাল থেকে ছুটির সময় টাকা রোগীদের হাতে টাকা দেওয়ার দায়িত্ব রোগী সহায়কদের। তাহলে কি দুর্নীতিতে জড়িত রোগী সহায়কদেরই একাংশ? খোঁজ চলছে।
প্রসঙ্গত, স্বাস্থ্যসাথী নিয়ে প্রথম বছরগুলিতে কম দুর্নীতির অভিযোগ উঠে আসেনি। শুধুই প্রত্যন্ত গ্রাম এলাকাই নয়, শুরুর দিকে শহরের একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠেছিল নানাবিধ অভিযোগ। কোথাও সামান্য রোগে, আইসিইউ-তে ঢুকিয়ে বড় বিল বানিয়ে স্বাস্থ্যসাথীর থেকে কাটা কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল। কোথাও আবার কোভিডে মৃত্যুর পরেও চিকিৎসার অভিযোগ উঠেছিল। আর সেই চিকিৎসা থেকেও বানানো হয়েছিল বিল। তবে সেসব এখন অতীত। তবে সেই অতীত এখনও পিছু ছাড়েনি। ফের নাম জড়াল সরকারি হাসপাতালের।
শিক্ষা, স্বাস্থ্য- কোনওক্ষেত্রেই নেই বাকি, দুর্নীতির। একের পর এক অভিযোগে জেরবার শাসকদল। একেই রাজ্যজুড়ে জাল পাসপোর্টকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সর্ষের মধ্যেই ছিল ভূত! সম্প্রতি গ্রেফতার হন কলকাতা পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত সাব ইনস্পেক্টর। ধৃত আব্দুল হাই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের পাসপোর্ট সেকশনে কর্তব্যরত ছিলেন। পুলিশ সূত্রে দাবি, জোড়-বিজোড় তারিখের সুযোগ নিয়ে বেছে বেছে ভেরিফিকেশনের নামে জালিয়াতি। সমরেশ বিশ্বাস থেকে মনোজ গুপ্ত, ধীরেন ঘোষ,অবৈধভাবে পাসপোর্ট তৈরির চক্র যে কীভাবে ছড়িয়ে পড়েছে, তা একের পর এক গ্রেফতারি থেকেই স্পষ্ট। আর এরইমধ্য়ে উঠে এল আরও এক চাঞ্চল্য়কর তথ্য় , সর্ষের মধ্যেই ছিল 'ভূত'।
আরও পড়ুন, রাজ্যজুড়ে মোটা টাকার বিনিময়ে জাল বার্থ সার্টিফিকেট সরবরাহ ! তবে কি সরকারি ওয়েবসাইটও হ্যাক ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)