Tapas Chatterjee: 'আমরা বোধহয় দ্বিতীয় শ্রেণীভুক্ত,' মুখ্যমন্ত্রীর ডাকা বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক তাপস
Explosive Comment By Tapas Chatterjee: ইকো পার্কে মুখ্যমন্ত্রীর ডাকা বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক এলাকার বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। নাম না করে তাপসের নিশানায় কি সব্যসাচী?
কলকাতা: ইকো পার্কে (Eco Park) মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) ডাকা বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee)। নাম না করে তাপসের নিশানায় কি সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)? দলে দুটি শ্রেণি, বাবু ও চাকর। চাকরেরা ডাক পান না। ২০২১-এর নির্বাচনে যাঁরা মুখ্যমন্ত্রীকে গালাগাল করেছিলেন, তাঁরা আমন্ত্রিত থাকেন, মন্তব্য রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।
বিস্ফোরক তাপস চট্টোপাধ্যায়: এদিন তিনি বলেন, “নিজের বিধানসভা এলাকায় হলেও বিজয়া সম্মিলনী সম্পর্কে কিছু জানি না। আগেও ডাক পাইনি, পার্থ চট্টোপাধ্যায়কে জানিয়েও সদুত্তর পাইনি। আমন্ত্রণ না পাওয়ায় লজ্জিত, মানুষের কাছে মিথ্যে বলে চোখ ঢাকতে হয়। মনে হয় মুখ্যমন্ত্রী বিষয়টি জানেন না, মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ নেই।’’ যাঁরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে, আমি কি তাঁদের মধ্যেও পড়ি না। আমি বোধহয় দুষ্টু, না হলে আমার চান্স হয় না কেন? আমরা দলের পরিশ্রমী কর্মী বলেই হয়ত আমন্ত্রণ পাই না। মন্তব্য রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়কের।
View this post on Instagram
এদিন তাপস চট্টোপাধ্যায় বলেন, “দলে বাবু ও চাকরের মধ্যে আমরা বোধহয় দ্বিতীয় শ্রেণীভুক্ত। হয়ত ভাল গান গাইতে পারি না বা নাচতে পারি না, তাই আমন্ত্রণ মেলে না। হয়ত নেত্রীকে ভাল গালিগালাজ করতে পারি না, তাই ডাক পাই না। যাঁরা ২০২১-এ বলেছেন বেগম মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁরা আমন্ত্রিত থাকেন। যাঁরা বলেছিলেন আর তো মাত্র কটা দিন, তাঁরা আমন্ত্রণ পানয জানি না আমন্ত্রণ পেতে গেলে দেখতে সুন্দর হতে হয় কিনা! দিনরাত পরিশ্রম করা অপরাধ কিনা জানি না। আমার ধারনা আমার কর্মকাণ্ড চাপা দেওয়ার জন্য কেউ একজন চক্রান্ত করছেন। সুযোগ হলে দিদিকে বলব যে, শুধু একজনকে চাইলে হয় না। যাঁরা দিনরাত পরিশ্রম করে, তাঁদেরও মূল্যায়ন করুন।’’ তাঁর কথায়, “আমি সিপিএম থেকে এসেছি বলে হয়ত, বিশ্বাসযোগ্যতা নিয়ে এখনও প্রশ্ন আছে। বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে আমাকে প্রমাণ করতে হবে।’’ বিস্ফোরক রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: Canning Fire: ক্যানিংয়ের মাতলা ব্রিজের কাছে আগুন, ভস্মীভূত ১০-১২টি দোকান