TET : দিকে দিকে TET চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চ্যাংদোলা করে গাড়িতে তুলল পুলিশ
নিয়োগের দাবিতে ২০১৪-র টেট উত্তীর্ণদের দফায় দফায় বিক্ষোভ।পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি।বিক্ষোভ করুণাময়ীতেও।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : নিয়োগের দাবিতে ২০১৪-র টেট উত্তীর্ণদের দফায় দফায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল হাজরায়। আজ দুপুর ১টা নাগাদ প্রথম দফার বিক্ষোভ হয়। চাকরিপ্রার্থীরা হাজরা মোড়ে জড়ো হলে পুলিশ তাঁদের সরাতে যায়। এই নিয়ে শুরু হয় ধস্তাধস্তি।
পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি
এরপর পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে নিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর, পৌনে ২টো নাগাদ ফের জড়ো হন টেটের চাকরিপ্রার্থীরা। সেই সময় পুলিশ বাধা দিলে ফের শুরু হয় ধস্তাধস্তি। চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ।
বিক্ষোভ করুণাময়ীতেও
টেট এ নিয়োগের দাবিতে বিক্ষোভ হয়েছে সল্টলেকের করুণাময়ীতেও। ২০১৪-র প্রাথমিক টেট এর চাকরিপ্রার্থীরা আজ নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে। প্রাইমারি টেট- এ যাঁদের মেরিট লিস্টে নাম আছে, অথচ চাকরি পাননি, তাঁরা বিক্ষোভ দেখান। পুলিশ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের গাড়িতে তোলে। পুলিশ সূত্রে খবর, করুণাময়ী থেকে ৫০ জনকে আটক করা হয়েছে। রীতিমতো চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তোলা হয় চাকরিপ্রার্থীদের!
বিক্ষোভকারীরা কী বলছেন
এক বিক্ষোভকারীর দাবি, ২০১৪ সালে টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট, মমতা বন্দ্যোপাধ্যায় ২১ সালের জুন মাসে বলেছিলেন, পুজোর পরে বাকিদের নিয়োগ দেবেন, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ অধরা।
দুপুর ৩ টের শিরোনাম এক নজরে
- গড়ফায় জোড়া মৃত্যুতে রহস্য। ফ্ল্যাটে মহিলার রক্তাক্ত মৃতদেহ। রেল লাইনে সঙ্গীর দেহ। মহিলাকে খুন করে আত্মঘাতী ফ্ল্যাটমালিক, অনুমান পুলিশের।
- ২০১৪ সালের টেট উত্তীর্ণ, এখনও মেলেনি চাকরি। হাজরা, করুণাময়ীতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
- তলব সত্ত্বেও জমা পড়েনি নবম-দশমে নিয়োগ দুর্নীতির অভিযোগের রিপোর্ট। কাল সকাল সাড়ে দশটায় এসএসসি-র চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের।
- কয়লাকাণ্ডে তৃণমূল নেতার এফআইআর। সিবিআই-এর প্রধান আইও-র বিরুদ্ধে তদন্তে সিআইডি। কলকাতা অফিসে বিস্তারিত তথ্য তলব দিল্লির সিবিআই সদর দফতরের, খবর সূত্রের।
তথ্য তলব সিবিআইয়ের
- কাশীপুরে বেশ কয়েকটি বাড়িতে ফাটল। পাশের স্কুলে আশ্রয় বাসিন্দাদের।কীভাবে সমস্যার সমাধান? পুর আধিকারিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ডেপুটি মেয়রের।
- বিদেশ থেকে বেআইনিভাবে সোনা নিয়ে আসার অভিযোগ। বড়বাজারে দোকান থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত কাস্টমসের। আটক দোকান মালিক।