Uluberia Accident: ছিল না ফিটনেস-ইনস্যুরেন্সও ফেল, উলুবেড়িয়ায় পুল কার দুর্ঘটনায় ৩ পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কোনও দায় নিতে নারাজ ওই গাড়ির চালক। পরতে পরতে অনিয়ম, তাও কীভাবে রাস্তায়?

আবির দত্ত, হাওড়া: হাওড়ায় পুলকার দুর্ঘটনায় ৩ খুদে পড়ুয়ার মৃত্যুতে পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য! পুলিশের দাবি, ২০০৩ সালে কেনা হয়েছিল গাড়িটি। ২২ বছরের পুরনো ওই গাড়ির ফিটনেস থেকে ইনস্যুরেন্স সবেরই মেয়াদ ফুরিয়ে গেছিল। পলিউশন সার্টিফিকেটও ফেল ছিল ওই পুলকারের।
তবে কি স্টিয়ারিংয়ে কোনওপ্রকার যান্ত্রিক ত্রুটির জেরে এই দুর্ঘটনা? তাও পরীক্ষা করবে ফরেন্সিক। অন্যদিকে, দুর্ঘটনার কোনও দায় নিতে নারাজ ওই গাড়ির চালক। পরতে পরতে অনিয়ম, তাও কীভাবে রাস্তায়? পুলকার দুর্ঘটনায় ৩ খুদে ছাত্র-ছাত্রীর মৃত্যু দায় কার? উঠছে প্রশ্ন। কীভাবে দুর্ঘটনা? নিজের দায় মানতে নারাজ পুলকার চালক
স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনা? পুলকার পরীক্ষা করবে ফরেন্সিক।
হাওড়ায় পুলকার দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জন পড়ুয়ার। প্রত্যেকেরই বয়স ৭ থেকে ১১-র মধ্যে। পুলকারের চালককে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন ২ খুদে পড়ুয়া। হাওড়ার মাদার মেরি স্কুলের পড়ুয়াদের নিয়ে ফিরছিল একটি পুল কার। উলুবেড়িয়ায় বহিরা এলাকা দিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে যায় পুলকারটি। সেই সময় পুলকারে ছিল ৫ জন পড়ুয়া।
বাচ্চাদের উদ্ধার করতে পুকুরে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। কিন্তু ৫ জনের মধ্যে মাত্র ২ জন পড়ুয়াকে উদ্ধার করা সম্ভব হয়। ৭ বছরের ইশিকা মণ্ডল, ১১ বছরের সৌমিক দাস ও ৯ বছরের পড়ুয়া অরিন দে-কে বাঁচানো যায়নি। দুর্ঘটনার জন্য় খারাপ রাস্তাকেও দায়ী করেছেন স্থানীয়দের একাংশ।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার ও বিডিও। আহত পড়ুয়াদের দেখতে হাসপাতালে যান পূর্তমন্ত্রী পুলক রায়। সন্ধেয় পুকুর থেকে দুর্ঘটনাগ্রস্ত পুলকারটিকে তোলার জন্য নিয়ে আসা হয় ক্রেন। আপাতত উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে দুর্ঘটনাগ্রস্ত পুলকার থেকে উদ্ধার ২ পড়ুয়া।
হাওড়া গ্রামীণের পুলিশ সুপার জানিয়েছেন, পুলকার চালককে গ্রেফতার করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানতে মোটর ভেহিক্যালস এর আধিকারিকদের দিয়ে গাড়িটি পরীক্ষা করানো হবে। আপাতত উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে দুর্ঘটনাগ্রস্ত পুলকার থেকে উদ্ধার ২ পড়ুয়া।






















