Recruitment Scam: 'এই কেসের আদি আছে, অন্ত নেই', প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় ক্ষোভ প্রকাশ বিচারপতির
উল্লেখ্য়, এদিন ফের একবার কুন্তল ঘোষ দাবি করেন, তিনি রাজনীতির শিকার। এদিন, কুন্তল ঘোষ সহ ৫ জনকেই মঙ্গলবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ CBI আদালত।
সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা: এই কেসের আদি আছে, অন্ত নেই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primery Recruitment Corruption) মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য় করলেন, আলিপুরের বিশেষ CBI আদালতের বিচারক। এদিন, আদালত কক্ষে অভিযুক্ত পক্ষের আইনজীবী দাবি করেন, তাঁদের হাতে চার্জশিটের কপি এসে পৌছয়নি। সেই প্রেক্ষিতেই এই মন্তব্য় বিচারকের।
'আমি চাই না, এটা আরেকটা সারদা মামলা হয়ে যাক'! প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় যেদিন, এই মন্তব্য় করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, সেদিনই নিয়োগ দুর্নীতি মামলায়, আলিপুরের বিশেষ CBI আদালতের বিচারক বললেন, এই কেসের আদি আছে, অন্ত নেই।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primery Recruitment Corruption) মামলায় ধৃত, বহিষকৃত যুব তৃণমূল নেতা (TMC Leader) কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল, এস এন বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার, পার্থ সেন, কোম্পানির ডিরেক্টর কৌশিক মাজি ও এজেন্ট নীলাদ্রি ঘোষকে শুক্রবার আলিপুরের (Alipur) বিশেষ CBI আদালতে তোলা হয়।
অভিযুক্ত পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, 'CBI বহুদিন আগে চার্জশিট পেশ করলেও, তাঁদের হাতে তার কপি এসে পৌঁছয়নি। নথিপত্র ঠিকমতো না থাকায়, প্রস্ততি নিয়ে শুনানিতে হাজির হতে পারছেন না আইনজীবীরা।
পাল্টা সিবিআইয়ের (CBI) আইনজীবী দাবি করেন , সব নথিপত্র দেওয়া হয়েছে। এর পর সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বিচারক রানা দাম বলেন, দয়া করে আদালতকে সাহায্য় করুন। বিরক্ত করবেন না। এই কেসের আদি আছে, অন্ত নেই।
উল্লেখ্য়, এদিন ফের একবার কুন্তল ঘোষ দাবি করেন, তিনি রাজনীতির শিকার। এদিন, কুন্তল ঘোষ সহ ৫ জনকেই মঙ্গলবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ CBI আদালত।