SSC Chairman Update: এই প্রথম SSC’র চেয়ারম্যান পদে IAS
SSC: এদিন এই উথালপাথালের মধ্যেই বুধবার আমচকা ইস্তফা দেন SSC’র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার! দায়িত্ব নেওয়ার মাত্র ৪ মাসের মধ্যেই ইস্তফা দিলেন তিনি।
কলকাতা: খবর ছিলই। সিদ্ধার্থ মজুমদারের (Siddhartha Mazumder) বদলে আইএএসকে এসএসসির (SSC) চেয়ারম্যানের পদে বসাতে চায় রাজ্য সরকার (West Bengal Government)। সেই মতোই এই প্রথম IAS-কে চেয়ারম্যান করল সরকার। এ দিন এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যেই পদত্যাগ করেন এসএসসির চেয়ারম্যানের (SSC Chairman) পদ ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। আর তার পরেই আইএএসকে পদে বসায় সরকার। SSC’র চেয়ারম্যান হিসেবে IAS অফিসার শুভ্র চক্রবর্তীকে (Subra Chakraborty) নিয়োগ করেছে রাজ্য সরকার।
আমচকা ইস্তফা: এ দিন এসএসসি-র নিয়োগ দুর্নীতি নিয়ে দিনভর উত্তেজনা অব্যাহত রইল। এই উথালপাথালের মধ্যেই বুধবার আমচকা ইস্তফা দেন SSC’র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দায়িত্ব নেওয়ার মাত্র ৪ মাসের মধ্যেই ইস্তফা দিলেন তিনি।
ভার্চুয়াল শুনানিতে অংশ নেন সিদ্ধার্থ মজুমদার: মঙ্গলবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন SSC’র সচিব ও সদ্য পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাঁকে বিচারপতি প্রশ্ন করেন, এই অঙ্কিতা অধিকারী কি সুপারিশপত্র পেয়েছেন? তিনি কি নিয়োগপত্র পেয়েছেন? তাঁর নম্বরের বিভাজন কি রয়েছে?
আরও পড়ুন: Partha Chatterjee: আজ সন্ধে ছটার মধ্যে সিবিআই দফতরে হাজিরা, পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ আদালতের
কিছুক্ষণ পরে খোঁজ নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের প্রাপ্ত নম্বর আদালতে জানান SSC’র চেয়ারম্যান। তার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, তাহলে কি এটা ধরে নিতে পারি, যে অঙ্কিতা অধিকারী পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ করেননি?
তখন SSC’র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার উত্তর দেন, হতেই পারে, যে তিনি পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ করেননি। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে SSC’র চেয়ারম্যান ইস্তফা দিলেন! SSC’র চেয়ারম্যান হিসেবে IAS অফিসার শুভ্র চক্রবর্তীকে নিয়োগ করেছে রাজ্য সরকার। এই প্রথম এসএসসি’র মাথায় কোনও IAS অফিসারকে বসাল রাজ্য সরকার।