Titagarh Blast: আবাসনের ফ্ল্যাটের শৌচাগারে বোমা মজুত? টিটাগড়ে বহুতলের পাঁচতলার ফ্ল্যাটে বিরাট বিস্ফোরণ
পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাটের শৌচাগারে বোমা মজুত করা ছিল মজুত বোমা ফেটে বিস্ফোরণের দাবি।

হিন্দোল দে, টিটাগড়: এবার আবাসনে বিরাট বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। সাতসকালে টিটাগড়ে বহুতলের পাঁচতলার ফ্ল্যাটে বিস্ফোরণটি ঘটে এদিন। এদিকে আবাসনে বিস্ফোরণের পর চাঞ্চল্যকর দাবি করেছেন প্রোমোটার। তিনি বলেন, 'ফ্ল্যাটটি টিটাগড়ের তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডলের দখলে'।
পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাটের শৌচাগারে বোমা মজুত করা ছিল মজুত বোমা ফেটে বিস্ফোরণের দাবি। ওই আবাসনেরই চারতলায় থাকেন তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। প্রোমোটারের দাবি, নির্বাচনের সময় থেকে পাঁচতলার ওই ফ্ল্যাট জবরদখল করে রেখেছেন শাসক কাউন্সিলর।
যদিও কাউন্সিলরের দাবি, মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে। ফ্ল্যাটের দরজায় কোনও তালা ছিল না, ফলে যে কেউ ঢুকতে পারত বলে কাউন্সিলরের দাবি।
কিন্তু কীভাবে এই কীভাবে বিস্ফোরণ, খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। বিস্ফোরণস্থলের ফরেন্সিক পরীক্ষাও করা হবে।





















