TMC Candidate List: তৃণমূলের তালিকায় থাকতে না-ও পারেন নুসরত? প্রার্থী হতে পারেন এক প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী, কে তিনি?
TMC Jonogorjon Sabha: ৪২টি আসনেরই প্রার্থীতালিকা প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর। তবে প্রার্থী তালিকায় বেশ কিছু চমকও থাকতে চলেছে, জানা গিয়েছে সূত্র মারফত।
আশাবুল হোসেন এবং কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ব্রিগেডের জনগর্জন সভা (Jonogorjon Sabha) থেকেই তৃণমূলের (TMC) প্রার্থীতালিকা (Candidate List) প্রকাশ হতে চলেছে। ৪২টি আসনেরই প্রার্থীতালিকা প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, (Mamata Banerjee) এমনটাই খবর। তবে প্রার্থী তালিকায় বেশ কিছু চমকও থাকতে চলেছে, জানা গিয়েছে সূত্র মারফত।
কী কী চমক থাকতে পারে?
- তৃণমূলের প্রার্থী হতে পারেন এক প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী,
- এবার আর ভোটে টিকিট নাও পেতে পারেন নুসরত জাহান,
- ভোটে তৃণমূলের প্রার্থী হতে পারেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ
- প্রয়াত সিপিএম নেতার মেয়েকেও প্রার্থী করছে তৃণমূল
- টিকিট পাচ্ছেন বিজেপি ছেড়ে আসা বিধায়কও
- হুগলিতে লকেটের বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের হয়ে প্রার্থী হতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়
এছাড়াও সূত্র মারফৎ খবর, তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম থাকতে পারে সায়নী ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়দের। এবারও প্রার্থী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়। তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় থাকতে পারেন অর্জুন সিংহও। এছাড়াও ভোটে এবারও প্রার্থী হতে পারেন শত্রুঘ্ন সিনহা। যাদবপুরের বদলে অন্য কেন্দ্রে প্রার্থী হতে পারেন মিমি চক্রবর্তী। পাশাপাশি লোকসভা ভোটের টিকিট পেতে পারেন বিধায়ক রাজ চক্রবর্তী, জানা গিয়েছে এমনটাই।
লোকসভা ভোটের এখন দিনক্ষণ ঘোষণা বাকি। এর আহগে আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। এই প্রথম তৃণমূলের ব্রিগেডে থাকছে র্যাম্প। মূল মঞ্চের পাশে রয়েছে আরও ২টি মঞ্চ। মূল মঞ্চের সঙ্গে তৈরি হয়েছে ৩২০ ফুট লম্বা র্যাম্প। এর ডান ও বাঁ দিকে আরও দু-টি ছোট র্যাম্প থাকছে। বক্তব্য রাখার সময় হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন নেতা-নেত্রীরা। মূল মঞ্চের ব্যাকগ্রাউন্ডে রয়েছে LED স্ক্রিন।
আরও পড়ুন, যাদবপুরের বদলে হুগলি থেকে প্রার্থী হতে পারেন মিমি?