এক্সপ্লোর

Mamata Banerjee : 'কে নেতা হবে আগ্রহ নেই', 'দেশ বাঁচানোর লড়াইয়ে' বিরোধী-ঐক্যের আহ্বান মমতার

Opposition Unity : রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর সঙ্গে সঙ্গে অবস্থান বদলে কংগ্রেসের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে নিশানা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়রা

কলকাতা : এগিয়ে আসছে লোকসভা ভোট (Lok Sabha Vote)। কিন্তু, বিরোধী ঐক্য কোথাও যেন চোখে পড়ছিল না। তাই একটা ইস্যুর প্রয়োজন ছিল। যা বিরোধীদের একমঞ্চে আনতে পারে। রাহুল গান্ধী-পর্ব (Rahul Gandhi Episode) যেন সেই কাজটাই করে গেছে। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর সঙ্গে সঙ্গে অবস্থান বদলে কংগ্রেসের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)-অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়রা (Abhishek Banerjee)। রাহুলের সমর্থনে মুখ খুলেছে বাম, সমাজবাদী পার্টি থেকে শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরও। সেই সুরেই বুধবার রেড রোডের ধর্নামঞ্চ থেকে বিরোধী ঐক্যের (Opposition Unity) আহ্বান জানালেন তৃণমূলনেত্রী। বিজেপির বিরুদ্ধে 'সব বিরোধী দলগুলিকে একসঙ্গে লড়তে হবে' বলে বার্তা দেন তিনি। 

কে হবেন বিরোধীদের মুখ ?

শুধু কি তাই ? কিন্তু বিজেপি বিরোধী মুখ কী হবে ? কারণ, বিভিন্ন সময়ে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, নীতিশ কুমারদের নাম ভেসে উঠেছে স্ব স্ব রাজনৈতিক দলগুলির তরফে। বুধবার ধর্নামঞ্চ থেকে এই ইস্যুতেও তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিলেন, 'কে নেতা হবেন, তা নিয়ে কোনও আগ্রহ নেই। দেশ বাঁচানোর লড়াই এটা। বিজেপি বনাম জনতার লড়াই হবে।'

বিজেপির বিরুদ্ধে শুধু কংগ্রেস বা তৃণমূল নয়, ভূরি ভূরি অভিযোগ রয়েছে দেশের অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলগুলিরই। তা সে শিবসেনা হোক, এনসিপি, আপ, ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি বা অন্য কোনও রাজনৈতিক দল। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করছে বলে অভিযোগ তাদের। বিশেষ করে সিবিআই ও ইডিকে দিয়ে বিরোধীদের কোণঠাসা করে রাখতে চাইছে গেরুয়া শিবির, এই অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু, এনিয়ে খাপছাড়া বা দলগতভাবে বিরোধী দলগুলি আন্দোলন করে গেলেও, বিজেপির 'রাতের ঘুম কাড়ার' মতো বড়সড় কোনও আন্দোলনই তারা করতে পারেনি, অন্তত এমনই বলছে রাজনৈতিক মহল। কারণ, রাজনৈতিক প্রতিপত্তির দিক দিয়ে কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে গেরুয়া শিবির।

এই পরিস্থিতিতে সব বিরোধী রাজনৈতিক দল এক জায়গায় না এলে যে আগামী '২৪-এর লোকসভা নির্বাচনে সেরকম কোনও সাফল্য পাওয়া যাবে না, তা বিরোধী রাজনৈতিক দলগুলি বিলক্ষণ বোঝে, এমন বলছে ওয়াকিবহাল মহল। কিন্তু, বিভিন্ন ইস্যুতে পৃথক অবস্থান বা বিভিন্ন রাজ্যে পৃথক সমীকরণের কারণে একছাতার তলায় আসা হচ্ছিল না বিরোধী রাজনৈতিক দলগুলির। তাই একটা ইস্যুর প্রয়োজন ছিল, যা তাদের কাছাকাছি আনতে পারবে। সেই কাজটাই করে গেছে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়া।

বাজেট অধিবেশনের সংসদে বারবার ছন্নছাড়া দেখিয়েছে বিরোধী শিবিরকে। কিন্তু, রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজের বিষয়টি এক ঝটকায় ফের একছাতার তলায় নিয়ে চলে এসেছে বিরোধীদের। সবথেকে তাৎপর্যপূর্ণভাবে রাহুল ইস্য়ুতে রাতারাতি অবস্থান পাল্টে কংগ্রেসের পাশে দাঁড়ান মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। রাহুল ইস্য়ুতে, তৃণমূলের এভাবে কংগ্রেসের পাশে দাঁড়ানো অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, সংসদের চলতি অধিবেশনে, কংগ্রেসের নেতৃত্বাধীন কোনও কর্মসূচিতে অংশ নেয়নি তৃণমূল। কিন্তু, সাংসদ পদ খারিজ নিয়ে রাতারাতি অবস্থান পাল্টে কংগ্রেসের পাশেই দাঁড়ায় তৃণমূল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে যোগ দেয় তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন তৃণমূলের দুই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও জহর সরকার।

একযোগে বিজেপির সমালোচনা করতে শোনা গেছে বিরোধীদের। তা সে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু হোক, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বা উদ্ধব ঠাকরে। সবাই একযোগে কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবিরকে। এই আবহে লোকসভা ভোটের আগে বিরোধীরা একজোট হয়ে মোদি সরকারের ওপর চাপ বাড়াতে পারবে কি না তা বলবে সময়। 

কিন্তু, রেড রোডে ধর্নামঞ্চ থেকে মমতা বিরোধী-ঐক্যের আহ্বান জানিয়ে বললেন, "এখান থেকে বিজেপিকে হটাতে হবে। দেশ থেকে হটাতে হবে। কুর্সি থেকে সরাতে হবে। চেয়ার থেকে সরাতে হবে। সব বিরোধী রাজনৈতিক দলগুলিকে এককাট্টা হয়ে লড়তে হবে। দুর্যোধনকে হটান, দেশকে বাঁচান। ওয়াশিং মেশিন বিজেপিকে হটান, জনতাকে বাঁচান। কে নেতা হবেন, তা নিয়ে কোনও আগ্রহ নেই। দেশ বাঁচানোর লড়াই এটা। বিজেপি বনাম জনতার লড়াই হবে।"

আরও পড়ুন ; 'দুর্নীতিতে ডুবে থাকা সকলেই এখন এক মঞ্চে দাঁড়িয়ে পড়ছেন', দিল্লিতে দলের অনুষ্ঠানে সরব প্রধানমন্ত্রী

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ২৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে এই জেলার তাপমাত্রা, তীব্র গরমের আশঙ্কা?
সপ্তাহান্তে ২৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে এই জেলার তাপমাত্রা, তীব্র গরমের আশঙ্কা?
Kumortuli Incident Update: 'ব্যাগ ভারী হওয়ায় সন্দেহ' ট্রলিতে দেহকাণ্ডে শিউরে উঠেছেন মধ্যমগ্রামের ভ্যান চালক
'ব্যাগ ভারী হওয়ায় সন্দেহ' ট্রলিতে দেহকাণ্ডে শিউরে উঠেছেন মধ্যমগ্রামের ভ্যান চালক
Kolkata News : খুনের পর মৃতার অ্যাকাউন্ট থেকে বিরাট অঙ্কের টাকা তুলেছিল ফাল্গুনী, অর্ডার করেছিল গয়নাও!
খুনের পর মৃতার অ্যাকাউন্ট থেকে বিরাট অঙ্কের টাকা তুলেছিল ফাল্গুনী, অর্ডার করেছিল গয়নাও!
Arvind Kejriwal: এবার সংসদে কেজরিওয়াল? রাজনীতিতে নয়া ইনিংস, রাজ্যসভায় প্রবেশের পথে ‘মাফলার ম্যান’
এবার সংসদে কেজরিওয়াল? রাজনীতিতে নয়া ইনিংস, রাজ্যসভায় প্রবেশের পথে ‘মাফলার ম্যান’
Advertisement
ABP Premium

ভিডিও

Recruitment Scam: 'জানি না দিদি-মোদির মধ্যে কী সমঝোতা আছে', কোন প্রসঙ্গে বললেন অধীর?Kalyan Banerjee: 'ওপরের নির্দেশ আছে বলেই করছে', সিবিআইকে আক্রমণ কল্যাণের। ABP Ananda LiveRecruitment Scam: চার্জশিটে জনৈক ‘অভিষেক ব্যানার্জি’র নামChhok Bhanga Chota: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চার্জশিটে জনৈক 'অভিষেক ব্যানার্জি'র নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: সপ্তাহান্তে ২৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে এই জেলার তাপমাত্রা, তীব্র গরমের আশঙ্কা?
সপ্তাহান্তে ২৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে এই জেলার তাপমাত্রা, তীব্র গরমের আশঙ্কা?
Kumortuli Incident Update: 'ব্যাগ ভারী হওয়ায় সন্দেহ' ট্রলিতে দেহকাণ্ডে শিউরে উঠেছেন মধ্যমগ্রামের ভ্যান চালক
'ব্যাগ ভারী হওয়ায় সন্দেহ' ট্রলিতে দেহকাণ্ডে শিউরে উঠেছেন মধ্যমগ্রামের ভ্যান চালক
Kolkata News : খুনের পর মৃতার অ্যাকাউন্ট থেকে বিরাট অঙ্কের টাকা তুলেছিল ফাল্গুনী, অর্ডার করেছিল গয়নাও!
খুনের পর মৃতার অ্যাকাউন্ট থেকে বিরাট অঙ্কের টাকা তুলেছিল ফাল্গুনী, অর্ডার করেছিল গয়নাও!
Arvind Kejriwal: এবার সংসদে কেজরিওয়াল? রাজনীতিতে নয়া ইনিংস, রাজ্যসভায় প্রবেশের পথে ‘মাফলার ম্যান’
এবার সংসদে কেজরিওয়াল? রাজনীতিতে নয়া ইনিংস, রাজ্যসভায় প্রবেশের পথে ‘মাফলার ম্যান’
Bird Flu : চিন্তা বাড়াচ্ছে বার্ড ফ্লু ?  মুরগি কেনার সময় মাথায় রাখুন এই বিষয়গুলি
চিন্তা বাড়াচ্ছে বার্ড ফ্লু ?  মুরগি কেনার সময় মাথায় রাখুন এই বিষয়গুলি
Universal Pension Scheme : এবার সবাই পাবে পেনশন ! মোদি সরকার আনতে চলেছে নতুন স্কিম 
এবার সবাই পাবে পেনশন ! মোদি সরকার আনতে চলেছে নতুন স্কিম 
Multibagger Stocks : ২১ টাকা থেকে ৪১৫০ টাকায়, মাল্টিব্যাগার পেনি স্টকে এক লাখ হয়েছে ২ কোটি 
২১ টাকা থেকে ৪১৫০ টাকায়, মাল্টিব্যাগার পেনি স্টকে এক লাখ হয়েছে ২ কোটি 
Provident Fund:  পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে ? এই পদ্ধতিগুলির মাধ্যমে জানতে পারবেন আপনি
পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে ? এই পদ্ধতিগুলির মাধ্যমে জানতে পারবেন আপনি
Embed widget