TMC On Manipur Violence : বিরোধী ঐক্য গড়েই মোদি সরকারকে চ্যালেঞ্জ, আজ অশান্ত মণিপুরে তৃণমূলের প্রতিনিধিদল
Manipur Violence : প্রতিনিধিদলে দলে রয়েছেন ৫ সাংসদ, ডেরেক ও’ ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কলকাতা : বিরোধী ঐক্য গড়েই মোদি ( Narendra Modi Government ) সরকারকে চ্যালেঞ্জ। আজ অশান্ত মণিপুরের ( Manipur ) পরিস্থিতি দেখতে যাচ্ছে তৃণমূলের ( TMC ) প্রতিনিধিদল। দলে রয়েছেন ৫ সাংসদ, ডেরেক ও’ ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
মণিপুরের উপদ্রুত এলাকা ( Manipur Violence ) ঘুরে দেখার কথা তৃণমূলের প্রতিনিধিদলের। গোষ্ঠীসংঘর্ষে গত কয়েকমাস ধরেই জ্বলছে বিজেপি-শাসিত মণিপুর। পরিস্থিতি খতিয়ে দেখতেই প্রতিনিধিদের পাঠানো হয়েছে বলে তৃণমূলের দাবি।রাজ্যে হিংসায় এত মৃত্যু। কার কার বাড়ি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ? তৃণমূলের প্রতিনিধি দলের মণিপুর সফর নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের।
ভোট সন্ত্রাসে অশান্ত বাংলায়, কখনও আসছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কখনও আসছে বিজেপির মহিলা প্রতিনিধি দল। আর, এবার অশান্ত মণিপুরে গেলেন তৃণমূলের প্রতিনিধিরা। বঙ্গ রাজনীতিতে এ যেন প্রতিনিধি পাঠানোর 'প্রতিযোগিতা'।
প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে এরাজ্যে লাগামহীন সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবারই রাজ্যে এসেছে বিজেপির ৫ সাংসদের প্রতিনিধি দল। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘুরে যাওয়ার সপ্তাহ কাটতে না কাটতেই রাজ্যে এসেছে বিজেপির মহিলা সাংসদদের প্রতিনিধি দল। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এবং বড়বাজারে মাহেশ্বরী ভবনে ঘরছাড়া কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলার পর, এদিন হাওড়ার আমতায় যান বিজেপির পাঁচ মহিলা সাংসদ। পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর, আমতার অমরাগোড়ায় বিজেপির পরাজিত প্রার্থী ও কর্মীদের মোট সাতটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেখানেই যান বিজেপির মহিলা সাংসদ প্রতিনিধি দলের সদস্যরা। সূত্রের খবর, বৃহস্পতিবারই এ নিয়ে তাঁরা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট দেবেন। আর এদিনই, হিংসা বিধ্বস্ত মণিপুরে ৫ সাংসদের প্রতিনিধি দল পাঠাল তৃণমূল।
আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
অন্যদিকে, পঞ্চায়েত ভোট-হিংসা খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন বিজেপির ৫ মহিলা সাংসদ। তারই পাল্টা মণিপুরে প্রতিনিধিদল পাঠিয়েছে তৃণমূল, এমনই দাবি রাজনৈতিক মহলের।
তৃণমূলের এই মণিপুর সফর নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। বলেছেন, ' রাজ্যে হিংসায় এত মৃত্যু। কার কার বাড়ি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়?'