Abhishek Banerjee: হাতে নিলেন শালপাতা, মহাঅষ্টমীতে সকলের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন অভিষেক !
Abhishek At Durga Puja 2025 : মহাঅষ্টমীতে সকলের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা: মহাঅষ্টমীতে সকলের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন জপুর জয়শ্রী দুর্গোৎসবে পৌঁছে যান সকন্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অদিতি মুন্সি, দেবরাজ চক্রবর্তী, নির্মল ঘোষকেও দেখা গিয়েছে। এবং সেই পুজো মণ্ডপে মহাঅষ্টমীর দিন, সকলের দাঁড়িয়ে জমিয়ে ফুচকা উপভোগ করলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।
On the auspicious occasion of Maha Ashtami, Shri @abhishekaitc paid a visit to the Durga Puja celebrations of Jawpur Jayashree in Nagerbazar, He engaged warmly with migrant workers, spoke with them at length, presented them with Pujo gifts, and joyfully celebrated the festival… pic.twitter.com/AoXNLQzoR6
— All India Trinamool Congress (@AITCofficial) September 30, 2025
আরও পড়ুন, কলকাতা পুলিশের SI-কে 'মার' ! স্ত্রীরও শ্লীলতাহানির অভিযোগ, ভরা পুজোর মধ্যে মর্মান্তিক ঘটনা হাওড়ায়
এবার মহালয়ার সকালেও পুজোর শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডলে তিনি লিখেছিলেন, 'শুভ মহালয়া। অন্ধকারে
আলোর প্রতীক মহালয়া। এই শুভ দিনে, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। দেবী পক্ষের সূচনা হওয়ার সঙ্গে সঙ্গে মা দুর্গা আমাদের জীবনে সাহস, করুণা এবং আশা জাগিয়ে তুলুন।উৎসবের মরশুম আমাদের ঐক্যের শক্তি এবং ঐক্য উদ্যাপনের আনন্দের কথা মনে করিয়ে দিক। '
পুজোর দিনগুলিতে শাসকদলের হেভিওয়েটদের নিজেদের পুজোগুলিতে সাড়ম্বড়ে আয়োজন করতে দেখা গিয়েছে। সুরুচি সঙ্ঘের পুজোয় সম্প্রতি তৃণমূল নেতা দেব-সহ আরও একাধিক জন উপস্থিত হয়েছেন। সহসা পুনরায় দলে ফিরতে চাওয়া শোভন-বৈশাখীকেও দেখা গিয়েছে এই পুজোয়। এদিন এবার সুুরুচি সঙ্ঘের পুজোয় সপরিবারে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
এদিন এপিবি আনন্দ এর মুখোমুখী হয়ে তিনি বলেন, 'প্রথমে এখানে এলাম। এরপর আমি যতটা সম্ভব হবে, এলাকার পুজোগুলি দেখার চেষ্টা করব। খুবই সুন্দর লাগছে।.. খুবই আনন্দের মনে হচ্ছে। এই যে চিত্রকলা শিল্পী, যে সৃষ্টিশীলতার মধ্য দিয়ে পুরো ইতিহাসকে তুলে ধরেছেন, এটা সত্যিই খুব প্রশংসনীয়। মায়ের প্রতি আমাদের আরাধনা, আমাদের বিশ্বাস, এটা আমাদের অন্যরকম মেসেজও দেয়। সবসময় সৌহার্দ্য, সম্প্রীতি, ভালবাসা, বন্ধুত্বের বার্তা এই দুর্গাপুজোর মাধ্যমে আমাদের কাছে আসে। এত মানুষ আজ এখানে আসছেন, সকলকেই আজ আমি মহাঅষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের পুজোরদিনগুলি খুব আনন্দের হোক, এটাই আমি বিশ্বাস করি, আস্থা রাখছি।'
অপরদিকে, পুজো উদ্বোধন করতে গিয়ে মণ্ডপের দেওয়ালে বন্দে মাতরম লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃন্ময়ী মায়ের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, বিপ্লবীদের আরাধ্যা মায়ে শক্তিদায়িনী রূপ। বছরঘুরে মা আসছেন দূর-দূরান্ত থেকে ঘরে ফিরছেন সবাই। কিন্তু এঁদের অনেকেরই প্রিয়জন থেকেও নেই। তাই আশ্রয় চেতলার নবনীড় বৃদ্ধাশ্রম। একদিকে, প্রশাসনিক দায়িত্ব....অন্যদিকে একের পর এক পুজোর উদ্বোধন...হাজার ব্যস্ততার মধ্যেও প্রতি বছরের মতো এবারও চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমে গেলেন মুখ্যমন্ত্রী।






















