Kunal Ghosh: 'এত পচা মাল তৃণমূলে', এ কী বললেন মদন ! পাল্টা জবাব কুণালের
Madan Mitra: কুন্তল ঘোষ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য মদন মিত্রর। পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ।

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক গ্রেফতারিতে, বারবার নাম জড়াচ্ছে তৃণমূলের ( TMC ) । এই পরিস্থিতিতে অবস্থান স্পষ্ট করার জন্য়, দলের শীর্ষনেতৃত্বের উদ্দেশে কার্যত চ্য়ালেঞ্জ ছুড়লেন মদন মিত্র ( Madan Mitra ) । তিনি বলেন. 'কুন্তলদের ( Kuntal Ghosh ) কে ঢোকাল দলে, দল স্পষ্ট করুক'।
অনেক সময়ই নিজের মত সোজাসাপ্টা প্রকাশ করে থাকেন মদন। এবার তাই হয়েছে। তাঁর আরও বিস্ফোরক উক্তি, ' কুন্তল বলছে সব টাকা দলপতিকে দিয়েছে, তারপর কালীঘাটের কাকু, এদের ছুঁচ দিয়ে কে ঢুকিয়ে দিল দলে। তৃণমূল অবস্থান স্পষ্ট করুক ' । তিনি বলেন, 'এত পচা মাল তৃণমূল করে! ছিঃ!'
এই মদন 'বাণে' অস্বস্তিতে পড়েছে তৃণমূল। মদনকে পাল্টা জবাব দিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষে। বললেন, 'কেউ বিচ্যুত হলে শাস্তি পাবে। কিন্তু মদন মিত্রের দলের মধ্যে বলা ভাল ছিল। মমতা বন্দ্যোপাধ্য়ায় ( Mamata Banerjee ) বা অভিষেককে ( Abhishek Banerjee ) বলতে পারতেন। এভাবে প্রকাশ্যে বলা ঠিক নয়। ' , মদন-প্রসঙ্গে মন্তব্য কুণাল ঘোষের।
আরও পড়ুন :
'নিজেদের কুকীর্তি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়েছে কুন্তল', এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া গোপাল দলপতির
পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো, নিয়োগ দুর্নীতিকাণ্ডের পরতে পরতে সামনে আসছে নতুন নাম! পর্দা উঠছে একের পর এক চরিত্রের ওপর থেকে! সাম্প্রতিকতম সংযোজন হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়! নিয়োগ দুর্নীতিতে বারবার যখন তৃণমূলের নাম জড়িয়ে যাচ্ছে, তখন এনিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন তৃণমূলেরই বিধায়ক মদন মিত্র! দলের উদ্দেশেই অবস্থান স্পষ্ট করার জন্য় কার্যত চ্য়ালেঞ্জ ছুড়লেন তিনি! মদন বললেন, ' কুন্তলকে দলের দায়িত্বের চিঠি কে দিয়েছে? কার নির্দেশে চিঠি দেওয়া হয়েছে? একজন নেতা তো বলুক! তৃণমূল করেন কি করেন না ! তাহলে আমরা পার্টির ছেলেদের বলতে পারি! মমতা বন্দোপাধ্যায়ের দলে এমন চলবে.... এটা মানা যাচ্ছে না। যেসব নাম উঠে আসছে তৃণমূল করে বলে, এত পচা মালেরা তৃণমূল করে!! ছি: ... কারা এদের নেতা? কে ঢোকাচ্ছে? এটা খোঁজা হোক। কারা তৃণমূল করছে? একটা মিটিং ডাকা হোক! ছিঃ...'
দলের ভূমিকা নিয়ে মদন মিত্রর বক্তব্য়কে হাতিয়ার করতে দেরি করেনি বিরোধীরা। মদন মিত্রর মতো বর্ষীযান নেতার চ্য়ালেঞ্জের পর তৃণমূল নেতৃত্ব কি এসব নিয়ে অবস্থান স্পষ্ট করবে?






















