এক্সপ্লোর
Advertisement
TMC Martyr Day 2022: ২১ জুলাই কোন কোন রাস্তা ওয়ানওয়ে, একনজরে
TMC 21st July: শহরজুড়ে ১০টি জোন ভাগ করা হয়েছে নিরাপত্তাবেষ্টনী। প্রতি জোনে কমপক্ষে ৫টি করে পুলিশ পিকেট থাকবে।
অর্ণব মুখোপাধ্যায় ও আবির দত্ত, কলকাতা : কাল একুশে জুলাই। তৃণমূলের শহিদ দিবস। ধর্মতলায় মহাসমাবেশের আয়োজন। শহর সচল রাখতে বাড়তি উদ্যোগ কলকাতা পুলিশের। বৃহস্পতিবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত একাধিক রাস্তাকে করা হল ওয়ানওয়ে। দেখে নেব এক নজরে সেই তালিকা ।
‘২১’ মিছিলের জন্য one way
- উত্তর থেকে দক্ষিণ আমহার্স্ট স্ট্রিট
- দক্ষিণ থেকে উত্তর কলেজ স্ট্রিট
- উত্তর থেকে দক্ষিণ ব্রেবোর্ন রোড
- পূর্ব থেকে পশ্চিম বি বি গাঙ্গুলি স্ট্রিট
- দক্ষিণ থেকে উত্তর বেন্টিঙ্ক স্ট্রিট
- পশ্চিম থেকে পূর্ব নিউ CIT রোড
- দক্ষিণ থেকে উত্তর বিধান সরণি
- দক্ষিণ থেকে উত্তর স্ট্র্যান্ড রোড
- দক্ষিণ থেকে উত্তর রবীন্দ্র সরণি ( BK পাল অ্যাভিনিউ থেকে লালবাজার পর্যন্ত )
*সূত্র: কলকাতা পুলিশ
শহরজুড়ে ১০টি জোন ভাগ করা হয়েছে নিরাপত্তাবেষ্টনী। প্রতি জোনে কমপক্ষে ৫টি করে পুলিশ পিকেট থাকবে। জেলা থেকে গতকালই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।
জেলা জেলা থেকে একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে তৃণমূল নেতা কর্মীরা কলকাতায় আসছেন। কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ বা গাড়িতে। ২ বছর ভার্চুয়াল সভার পর দলনেত্রী সমাবেশে কী বার্তা দেন, তা শুনতে উদগ্রীব তৃণমূলের নেতা-কর্মীরা।
">
বাংলা জেলা জেলা থেকে কাতারে কাতারে মানুষ জড়ো হচ্ছেন মহানগরের বুকে। বিশেষ অনুষ্ঠানের প্রাক্কালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে বার্তা দিলেন তৃণমূলনেত্রী। আগামীকাল সমাবেশের জন্য সব কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণভাবে, প্রশাসনের সঙ্গে সহোগিতার আবেদন জানিয়েছেন নেত্রী ।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement