SSC Case Update: SSC-এর সব মামলা খারিজের দাবি নিয়ে হাইকোর্টে কল্যাণ, নিশানায় বিচারপতি গঙ্গোপাধ্যায়
Kalyan Attack Abhijit Ganguly: রাজনৈতিক উদ্দেশ্যে এসএসসি মামলায় নির্দেশ দিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়, এমন দাবি করেই খারিজ করার জন্য মামলা
কলকাতা: রবিবার পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) চাকরিপ্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) । রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। আর সোমবারই একসময়ে তাঁর বিচারাধীন এসএসসি-র সব মামলা খারিজ করার দাবি তুললেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee on Abhijit Ganguly)। শুধু তাই নয়, এই দাবি নিয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসএসসি (SSC Case) মামলায় বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী তিনি।
এদিন তাঁর তোপ, 'একক বেঞ্চের বিচারপতি গতকাল সাক্ষাৎকার দিয়েছেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক উদ্দেশ্যেই এইসব নির্দেশ দিয়েছেন। এই মামলার শুনানি করে তিনি রাজনৈতিক কেরিয়ার গড়ে ফেললেন।' সোমবার নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরে তাঁর সংযোজন, 'আরও ২ জন বিচারপতি আছেন, তাঁরাও যাবেন, আসন খুঁজছেন। সবকিছুই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে।' তাঁর সঙ্গেই কল্যাণের নিশানায় এসেছেন সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কল্যাণের তোপ, 'সময় এলে সব খাপ খুলব তোমার এবং তোমার বিচারপতির।'
সাক্ষাৎকার নিয়েও প্রশ্ন:
'আমরা আদালতের মর্যাদা নষ্ট করিনি, আপনার সহকর্মী করেছেন। একবছর ধরে বলে আসছি, আটকাতে পারেননি, তিনি সাক্ষাৎকার দিয়েছেন', বিচারপতিকে উদ্দেশ করে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্য, 'বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সিবিআই, ইডি, সবাই মিলে আদালতের মর্যাদা নষ্ট করেছে।'
এই বিষয়ের জেরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya) বলেন, 'এই ধরনের মন্তব্য থেকে আপনার বিরত থাকা উচিত'। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, '১৭ নম্বর এজলাসে যা ঘটেছিল, এখানেও তাই ঘটছে।'
পরে সংবাদমাধ্যমের সামনে কল্যাণ তোপ দাগেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, বলেন, 'বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারব্যবস্থার কলঙ্ক।'
কটাক্ষ বিজেপির:
বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের কটাক্ষ, 'উনি এতবড় আইনজীবী। সরকারি মামলায় ওঁর যা স্ট্রাইক রেট অত্যন্ত খারাপ। খেলেই যাচ্ছেন খেলেই যাচ্ছেন রান নেই ব্যাটে। ধোনির মতো ব্যাট করুন। যেখানেই যাচ্ছেন হারছেন। সরকারি টাকা নষ্ট হচ্ছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নজরে লোকসভা নির্বাচন, এক দফায় ভোট করাতে কমিশনের কাছে তৃণমূল