TMC Inner Conflict : 'বিজেপি ঘনিষ্ঠতা'র অভিযোগ, রাণাঘাটে জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলকর্মীদের একাংশের
TMC Ranaghat Protest : বিক্ষোভকারীদের কেউ তৃণমূল করে না, দাবি রত্না ঘোষ করের।
সুজিত মণ্ডল, রানাঘাট (নদিয়া) : ‘বিজেপির লোকেদের নিয়ে চলছেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি’ অভিযোগ তুলে রানাঘাটে (Ranaghat) তৃণমূল (TMC) জেলা সভাপতি রত্না ঘোষ করের বিরুদ্ধে ক্ষোভ দলেরই কর্মীদের একাংশের। তৃণমূলের বৈঠকের আগেই দলের একদল কর্মী রানাঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের কেউ তৃণমূল করে না, দাবি রত্না ঘোষ করের। গোটা ঘটনা ঘিরে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।
‘রত্না ঘোষ করকে হঠাও, রানাঘাট সাংগঠনিক তৃণমূল কংগ্রেস বাঁচাও’ ব্যানার-পোস্টার নিয়ে স্লোগান তৃণমূল কর্মীদের একাংশের। পাশাপাশি বিজেপি যোগের অভিযোগ তুলে সভাপতি পদ থেকে রত্না ঘোষ করের অপসারণও দাবি করেন তাঁর ওপর বিক্ষুব্ধ তৃণমূলের কর্মী-সমর্থকরা।
ক্ষোভ দলেই
এদিকে সভাপতিকে ঘিরে বিক্ষোভ ও বৈঠকের মাঝে বাগবিতণ্ডা প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাদক্ষ বর্ণালি দে জানান, বিক্ষোভে কাউকে শিখিয়ে আনা হয়নি। মানুষের ধৈর্য্যের বাঁধ ভেঙে যাওয়ার জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যারা ২০২১ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য আদা-জল খেয়ে নেমেছিল, এখন তারাই সভাপতির সামনের সারিতে চলে এসেছেন। যারা তৃণমূলের জন্য প্রাণপাত করেছেন তারাই বর্তমান অবস্থা দেখে বিক্ষোভ দেখিয়েছেন।
খোঁচা বিজেপির
এদিকে, তৃণমূলের বৈঠকের মাঝে তৈরি হওয়া এমন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে রাজ্যের শাসক দলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক তথা নদিয়া দক্ষিণের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় বলেছেন, 'এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গোটা রাজ্যেই একই অবস্থা চলছে। তৃণমূলের কেউ কাউকে মেনে নিতে পারছে না। এর কারণ প্রচণ্ড দুর্নীতি।
আরও পড়ুন- লক্ষ্যমাত্রা ছিল ১০ লক্ষ, বঙ্গজুড়ে অভিযানে নেমে কত সদস্য সংগ্রহ করল কংগ্রেস?
এদিকে, বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) ফিরতে হয়েছে খালি হাতে। পুরভোটেও (WB Municipal Election) ঝুলি শূন্য। বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই অবস্থায় এবার, সদস্য সংগ্রহ অভিযানেও চূড়ান্ত ব্যর্থ হল প্রদেশ কংগ্রেস (Congress)। ১০ লক্ষের টার্গেট নিয়ে, রাজ্যে তার অর্ধেকও পূরণ করতে পারল না ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’। ৪ লক্ষ মতো সদস্য সংগ্রহ হয়েছে বলে জানা গিয়েছে।