TMC On Train Cancel: জোড়া ট্রেনের আবেদন খারিজ রেলের, বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূলের
TMC Brigade: ২৯ ফেব্রুয়ারি ট্রেন চেয়ে IRCTC-কে চিঠি দেওয়া হয়েছিল। দুটি ট্রেনের জন্য ২২ লক্ষ টাকা দেওয়া হয় বলে দাবি তৃণমূলের।
কলকাতা: ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জন গর্জন সভা। সমাবেশে উত্তরবঙ্গের কর্মীদের সামিল করতে উত্তরপূর্ব রেলের কাছে জোড়া ট্রেনের আবেদন করেছিল তৃণমূল (Trinamool Congress)। কিন্তু সেই আবেদন খারিজ করে IRCTC-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ট্রেন দেওয়া সম্ভব নয়। এরপরেই বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল (TMC Attack BJP)।
কী অভিযোগ তৃণমূলের?
২৯ ফেব্রুয়ারি ট্রেন চেয়ে IRCTC-কে চিঠি দেওয়া হয়েছিল। দুটি ট্রেনের জন্য ২২ লক্ষ টাকা দেওয়া হয় বলে দাবি তৃণমূলের। সোমবার তারা চিঠি দিয়ে জানিয়েছে, জোড়া ট্রেন দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এবিষয়ে তৃণমূলনেত্রী শশী পাঁজা বলেন, "জনগর্জন সভার প্রস্তুতি চলছে। যাঁরা উত্তরের জেলাগুলি থেকে আসবেন তাঁদের জন্য ২৯ ফেব্রুয়ারি দুটি ট্রেন নেওয়া হয়েছিল। নিয়ম মেনে IRCTC-কে জানানো হয়েছিল দুটি ট্রেন দরকার। এই দুটি ট্রেনে আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে আসবে শিয়ালদা পর্যন্ত। IRCTC ও উত্তর পূর্ব রেল পাল্টা চিঠি দিয়ে জানিয়েছে যে বুকিং করা হয়েছিল ট্রেনের। সেটা দেওয়া হবে না।''
.@BJP4India is quaking in its boots. They know fully well that the #JonogorjonSabha will shake the very foundations of the Modi Govt.
— All India Trinamool Congress (@AITCofficial) March 4, 2024
In a tactic similar to the one employed during Shri @abhishekaitc 'Dilli Chalo' andolan, they have started cancelling trains meant to carry… pic.twitter.com/ARJF8wdE44
লোকসভা ভোটের আগেই জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল। গত মাসে এই কর্মসূচির ঘোষণা করেছে তারা। এই সভা নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এই জনগর্জন সভার পোস্টারে, বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্য়াণমূলক প্রকল্পের টাকা অন্য়ায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্য়াচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতেই এই ব্রিগেড সমাবেশ বলে জানিয়েছিল তৃণমূল। অসহযোগিতার অভিযোগ তুলে এবিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। '১০ মার্চ জনগর্জন সভাকে ভয় পাচ্ছে বিজেপি। আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে দলীয় কর্মীদের কলকাতায় আনতে বিশেষ ট্রেনের আবেদন খারিজ করা হল। সিকিওরিটি ডিপোজিট নিয়েও পরিষেবাগত সমস্যার কারণ দেখিয়ে আবেদন খারিজ করা হয়েছে। জনগর্জন সভার ৬দিন আগে থেকে বিজেপির জমিদারদের পা কাঁপছে। দিল্লিতেও ধর্নার জন্য বিশেষ ট্রেন বাতিল করে তৃণমূলকে রুখতে পারেনি। কেউ আমাদের রুখতে পারবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Suvendu Adhikari On Tapas Roy: তাপস রায় বিজেপিতে এলে কী করবেন? কী জানালেন শুভেন্দু?