TMC Delhi Chalo : আজ যন্তরমন্তরে তৃণমূলের ধর্না, 'কারও গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলব না' হুঙ্কার অভিষেকের
TMC Delhi Chalo Protest: সোমবার রাজঘাটে তৃণমূলের ধর্না ঘিরে বেনজির বিশৃঙ্খলা। মঙ্গলে যন্তরমন্তরে তৃণমূলের ধর্না।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : মঙ্গলেও সরগরম রাজধানী। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে, মঙ্গলবার যন্তর মন্তরে রয়েছে তৃণমূলের দ্বিতীয় দিনের কর্মসূচি। সেখানেই থাকার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু, এদিনই তাঁকে তলব করেছে ইডি। ইডি দফতরে তিনি যাচ্ছেন না বলে আগেই জানিয়েছেন অভিষেক। এদিকে ৩ অক্টোবরের তদন্ত যাতে ব্যাহত না হয়, তার জন্য ইডিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিন্হাও। গান্ধীজির নামাঙ্কিত এমজিনারেগা ( MGNREGA ) প্রকল্পের বকেয়া আদায়ে দুপুর ১টায় দিল্লির যন্তর মন্তরে শুরু হবে তৃণমূলের ( TMC ) অবস্থান-বিক্ষোভ ( TMC Delhi Chalo Protest )। বিকেল ৫টা পর্যন্ত সমাবেশ চলার কথা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবারই ঘোষণা করেন, ' কাল যন্তরমন্তরে আমাদের সভা ১টা থেকে শুরু করব। ৫টা অবধি চলবে। তারপর বিশেষ প্রতিনিধি দল কৃষি ভবনে গিয়ে মন্ত্রীদের সঙ্গে কথা বলবে। তারওপর নির্ভর করছে সবকিছু'
এরপর কৃষি ভবন অভিযান। সন্ধে ৬টায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্য়োতির সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধিদল। তার আগেই এমজিনারেগা প্রকল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । সোমবারই রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন, তাঁদের আপত্তি প্রকৃত জব কার্ড হোল্ডারদের নিয়ে নয়, বরং ভুয়ো জব দেখিয়ে চুরি আটকানোই বঙ্গ বিজেপির লক্ষ্য।
দুপুর ১টায় দিল্লির যন্তর মন্তরে তৃণমূলের কর্মসূচি। তার আগেই যন্তর মন্তর যেন দুর্গ। দিল্লি পুলিশ ও RAF দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। ফ্লেক্স টাঙিয়ে এলাকায় ১৪৪ ধারা জারি থাকার সতর্কবার্তা দিল্লি পুলিশের।
অভিষেক সোমবার আরও বলেন, ' আমি আবার বলছি, পারলে আমাকে আটকে দেখাও। আমি কোনও তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না। আমার যা বলার ছিল, বলেছি এবং চ্যালেঞ্জ করছি। দিল্লির মাটিতে দাঁড়িয়েও ফের এই চ্যালেঞ্জ করছি' । রাজধানীতে কর্মসূচির ডে-ওয়ান চূড়ান্ত সফল বলেই দাবি করছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু, মঙ্গলবার ডে-টু তে কী হতে চলেছে?
আরও পড়ুন :
হাজিরা দেবেন না অভিষেক, তদন্তে যেন নড়চড় না হয়, নির্দেশ বিচারপতি সিনহার, আজ তবে কী করবে ED?
অন্যদিকে মঙ্গলেই রাজধানীতে একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। বেলা সাড়ে ১২টায় বিজেপির সদর দফতরে শুভেন্দুর সাংবাদিক বৈঠক রয়েছে। এরপর কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে বৈঠক করবেন রাজ্যের বিরোধী দলনেতা। বিকেল ৪টেয় কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করবেন।