Partha Chatterjee : 'ওর পর্যবেক্ষণে কী যায় আসে', পার্থ তৃণমূলের ভরসা রাখলেও তৃণমূলের অন্দর থেকে এল এমনই মন্তব্য
Partha Chatterjee : পঞ্চায়েত ভোটে পার্থ চট্টোপাধ্যায়ের ‘বাজি’ তৃণমূল। জেলবন্দি পার্থ’র ‘সার্টিফিকেট’, তৃণমূলের স্বস্তি না অস্বস্তি?

পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ , উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : নিয়োগ দুর্নীতি ( Recruitment Scam ) মামলায় আপাতত জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) -সহ সাতজন অভিযুক্তকে। ফের সকলের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। তবে ৫ মাস পরও, কেন তদন্ত শেষ হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। ধৃতদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তোলে সিবিআই। এদিনই সাংবাদিকরা প্রশ্ন করেন, পার্থদা, সামনে পঞ্চায়েত ভোট ( Panchayet Poll )। কে জিতবে? তিনি ফের দলের উপরই ভরসা দেখিয়ে বলেন, তৃণমূল, তৃণমূল !
পার্থ চট্টোপাধ্যায়ের বাজি সেই তৃণমূলই!
জেলবন্দী হয়েও তৃণমূলের হয়েই ভবিষ্যদ্বাণী করলেন! পঞ্চায়েত ভোটে পার্থ চট্টোপাধ্যায়ের বাজি সেই তৃণমূলই! জেলবন্দী প্রাক্তন মহাসচিবের গলায় এখনও দলের প্রতিই আনুগত্যের সুর! তাঁর ঘনিষ্ঠের বাড়িতে কোটি কোটি টাকা ও সোনার গয়না উদ্ধার এবং গ্রেফতারির ৬ দিন পর পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব তাঁকে সাসপেন্ডও করে! গ্রেফতারির পর মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলি অনুব্রত মণ্ডলের হয়ে ব্যাট ধরলেও !
আরও পড়ুন, ফের কলকাতা বিমানবন্দরে সোনা উদ্ধার, শুল্ক দফতরের জালে ২ যাত্রী
মনে ও মুখে এখনও সেই তৃণমূল
তাঁর সবচেয়ে পুরনো সৈনিকের পাশে দাঁড়াননি ! কিন্তু জেলের কুঠুরিতে থেকেও পার্থ চট্টোপাধ্যায়ের মনে ও মুখে এখনও সেই তৃণমূল তাঁকে যখন জিগ্যেস করা হয়, পার্থদা, সামনে পঞ্চায়েত ভোট। কে জিতবে? পার্থ চট্টোপাধ্যায় বলেন তৃণমূল, তৃণমূল।
পার্থ’র ‘সার্টিফিকেট’, তৃণমূলের স্বস্তি না অস্বস্তি?
পঞ্চায়েত ভোটে পার্থ চট্টোপাধ্যায়ের ‘বাজি’ তৃণমূল। জেলবন্দি পার্থ’র ‘সার্টিফিকেট’, তৃণমূলের স্বস্তি না অস্বস্তি? TMC র রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'ওর বক্তব্যের উপর মন্তব্য নেই। দর্শকের মতো পাঠকের মতো সবাই দেখছে। সবাই জানে তৃণমূল জিতবে সবাই জানে। ওর পর্যবেক্ষণে কী যায় আসে'
গ্রেফতার হওয়ার পর বারবার দলের প্রতি আনুগত্য স্পষ্ট করেছেন পার্থ চট্টোপাধ্যায়। ৩১শে অক্টোবর তিনি বলেছিলেন, ‘দলের সঙ্গে আছি’। ...পার্থ চট্টোপাধ্যায়: একশোবার আছি। ' ২০ অগস্টও একই কথা শোনা যায় পার্থ চট্টোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, ' দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম'
পঞ্চায়েতের আগে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে যখন মরিয়া তৃণমূল। তখন সেই দুর্নীতিকাণ্ডেই গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের গলায় তৃণমূলের জয়ধ্বনি। শাসকের স্বস্তি না অস্বস্তি?






















