Top News : রাজ্যে ফের মৃত্যু করোনায়, আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন, রাজ্যের ৫ গুরুত্বপূর্ণ খবর
অগ্নিগর্ভ কালিয়াগঞ্জ, আজ 'মহার্ঘ' বৈঠক, ফের মৃত্যু করোনায় - আরও গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে
অগ্নিগর্ভ কালিয়াগঞ্জ
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনা ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। দোষীদের শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্য় সড়ক। মৃতদেহ নিয়ে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে গেলে, পুলিশকে লক্ষ্য় করে চলে ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্য়াসের সেল। চলে ধরপাকড়।
আজ 'মহার্ঘ' বৈঠক
হাইকোর্টের নির্দেশ মেনে আজ ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। বৈঠকে আন্দোলনকারীরা ছাড়াও থাকতে পারেন মুখ্যসচিব ও অর্থসচিব। নবান্নের তেরো তলায় বিকেল সাড়ে চারটেয় বৈঠক। বৈঠকে হাজির থাকতে পারে সমস্ত কর্মী সংগঠন, আদালতে জানাল রাজ্য়। এর আগে, আদালতের নির্দেশে সরকারি কর্মচারীদের তরফে ৫ জন থাকার নির্দেশ দেওয়া হয়। গতকাল সেই সংখ্যা বাড়িয়ে ৬ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
জুড়াবে দহন জ্বালা?
জ্বালাপোড়া গরম থেকে সামান্য় স্বস্তি। ভোরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টি। তবে, পরিমান খুবই কম। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। ডুয়ার্সের একাধিক এলাকায় ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি। মালবাজার, নাগরাকাটা, চামুর্চি এলাকায় ব্য়াপক ঝড়-বৃষ্টি হয়। আবহাওয়া দফতর বলছে, আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। কিছু অংশে চলবে তাপপ্রবাহ। অন্য়দিকে কিছু অংশে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টি হবে। শনিবার দক্ষিণবঙ্গের ছয় জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
ফের মৃত্যু করোনায়
রাজ্য়ে ফের করোনা আক্রান্তের মৃত্য়ু। গতকাল রাতে বেলেঘাটা আইডি হাাসপাতালে মৃত্য়ু হয় দমদমের বাসিন্দা ৮০ বছরের এক ব্য়ক্তির। স্বাস্থ্য় ভবন সূত্রে খবর, তিনি কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এছাড়া বার্ধক্য় জনিত কোমর্বিডিটি ছিল। এই নিয়ে এক মাসে বেলেঘাটা আইডিতে ২ করোনা আক্রান্তের মৃত্য়ু হল।
ফোন যাচ্ছে ফরেন্সিকে
আজ অয়নের স্ত্রী, পুত্রকে তলব ইডি-র। অয়নের কোম্পানি এবিএস ইনফোজোনের ২ কর্মীকেও তলব । সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অয়নের স্ত্রী কাকলি শীল। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত হুগলির প্রোমোটার, অয়ন শীলের সঙ্গে দেখা করতে আসতেন একাধিক প্রভাবশালী। একাধিক রাজনৈতিক নেতা। শুধু তাঁরাই আসতেন না, অয়নও তাঁদের কাছে যেতেন। ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক দাবি করেছেন অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী, দাবি ED সূত্রে। ED সূত্রে খবর, গতকাল শ্বেতাকে প্রশ্ন করা হয়, অয়নের সঙ্গে কারা কারা দেখা করতে আসত? উত্তরে শ্বেতা বলেন, একাধিক চেনা মুখ, যাঁদের প্রভাবশালী বলা হয়।