Top News : ব্যারাকপুরে এখনও অধরা দুষ্কৃতীরা, এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী - এক নজরে সকালের ১০ শিরোনাম
ব্যারাকপুরে এখনও অধরা দুষ্কৃতীরাঅর্জুনের নিশানায় পুলিশ!বিজেপি নেতার রহস্যমৃত্যুআরও খবর ...
ব্যারাকপুরে এখনও অধরা দুষ্কৃতীরা
মাত্র এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের অপারেশন! ব্য়ারাকপুরে ভরা বাজারের মধ্য়ে, ভরসন্ধেয় গুলি করে খুন ২৭ বছরের যুবককে। একদিন পেরিয়ে গেলেও, ৪ জন আততায়ীর একজনকেও ধরতে পারেনি পুলিশ।
অর্জুনের নিশানায় পুলিশ!
ব্য়ারাকপুরে সোনার দোকানে ঢুকে, ব্য়বসায়ীর ছেলেকে গুলি করে খুনের ঘটনায় প্রশ্নের মুখে রাজ্য়ের আইনশৃঙ্খলা। আর এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকারই সাংসদ, তৃণমূল নেতা অর্জুন সিংহ। অর্জুনের বক্তব্যের পাশে দাঁড়িয়েছেন মদন মিত্রও।
আইনশৃঙ্খলা-তরজা
ব্যারাকপুরে সোনার দোকানে শ্য়ুটআউট, খুন। টিটাগড় থানায় বিক্ষোভ দেখাল কংগ্রেসের। আইসির পদত্যাগের দাবি। এগিয়ে বাংলায় তৃণমূলের ছত্রছায়ায় দুষকৃতীরা, আক্রমণ সুকান্ত মজুমদারের। কেন্দ্রের রিপোর্টে নিরাপদতম রাজ্য বাংলা, পাল্টা বক্তব্য় শান্তনু সেনের।
ফাঁদে ফেলে গ্রেফতার?
রাজনৈতিক দলের নেতাদের ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। গ্রেফতার উত্তর ২৪ পরগনার বিজেপি মহিলা মোর্চার এক নেত্রীর মেয়ে। অভিযুক্তকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
বিজেপি নেতার রহস্যমৃত্যু
পঞ্চায়েত ভোটের আগে, নদিয়ার হাঁসখালিতে উদ্ধার হল বিজেপি নেতার ঝুলন্ত দেহ। মৃতের ছেলের দাবি, আত্মহত্য়া নয়, তাঁর বাবাকে খুন করা হয়েছে। বিজেপির অভিযোগ, খুনের নেপথ্য়ে রয়েছে তৃণমূল। শাসক দল অবশ্য় এই অভিযোগ মানতে নারাজ।
এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী
বিস্ফোরণকাণ্ডের ১০দিনের মাথায় শনিবার এগরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিকেলে যাবেন শালবনি। যোগ দেবেন অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে।
পুলিশকে লক্ষ্য করে গুলি!
অভিযুক্তকে ধরতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ। কোচবিহারের শীতলকুচিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ধারাল অস্ত্রের কোপে জখম হন এক পুলিশ কর্মী। পুলিশও পাল্টা গুলি চালায়। মূল অভিযুক্ত অধরা। পুলিশের ওপর হামলার অভিযোগে দুষ্কৃতীর স্ত্রী ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিষেককে দেখে বিক্ষোভ
বাঁকুড়ার পর পুরুলিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখে ফের বিক্ষোভ দেখালেন কুড়়মিরা। তিনি যে রাস্তা দিয়ে মানবাজার থেকে বান্দোয়ান গেছিলেন, সেই রাস্তার ধারে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান কুড়মি আন্দোলনকারীরা। তবে তাঁরা যাতে অভিষেকের রাস্তা না আটকান, তার জন্য আগে থেকেই ব্যারিকেড করেছিল পুলিশ।
ক্ষোভের মুখে বিধায়ক
কুমারগ্রামে তৃণমূলের ঝান্ডা হাতে বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ। ভিডিও ভাইরাল হতেই শোরগোল। রাজনৈতিকভাবে না পেরে এই আচরণ, নিশানা বিধায়ক মনোজ ওঁরাওয়ের। চা শ্রমিকদের ক্ষোভের বহিপ্রকাশ দাবি তৃণমূলের।
বাইক দুর্ঘটনায় মৃত ১
কালবৈশাখীর সময়ে অটোকে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ফলতায়। লরির ধাক্কায় মৃত্যু হয়েছে বাইক আরোহীর। আরেক বাইক আরোহীকে ভর্তি করা হয়েছে বজবজের বেসরকারি হাসপাতালে। লরির চালককে আটক করা হয়েছে।