Train Service Disruption: পরপর দুদিন শিয়ালদায় রেল অবরোধ, অফিস টাইমে নাকাল যাত্রীরা
Sealdah Train Blockade: পরপর দুদিন শিয়ালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ। যার ফলে অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। এবার ডায়মন্ড হারবার লাইনে রেল অবরোধ করলেন যাত্রীরা।

কলকাতা: ফের শিয়ালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ। জেনারেল কামরার সংখ্যা না বাড়িয়ে লেডিজ কামরা বাড়ানোর অভিযোগে উত্তর রাধানগর স্টেশনে রেল অবরোধ করা হয়। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর অবরোধ উঠল।
পরপর দুদিন শিয়ালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ। যার ফলে অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। নামখানা-লক্ষ্মীকান্তপুর লাইনের পর এবার ডায়মন্ড হারবার লাইনে রেল অবরোধ করলেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ জেনারেল কামরার সংখ্যা না বাড়িয়ে লেডিজ কামরা বাড়ানো হয়েছে। এদিন সকাল ৬টা থেকে উত্তর রাধানগর স্টেশনে শুরু হয় অবরোধ। তাতে আপ ও ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর অবশেষে অবরোধ ওঠে।
একইভাবে গতকালও অফিস টাইমে শিয়ালদা দক্ষিণ শাখার দুটি স্টেশনে রেল অবরোধের জেরে নাকাল হতে হয় যাত্রীদের। সকাল সাড়ে ৭টা থেকে দক্ষিণ বারাসাত স্টেশনে অবরোধ শুরু হয়। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, জেনারেল কামরাকে লেডিজ কামরায় বদলে দেওয়া হয়েছে। ফলে জেনারেল কামরায় ভিড়ের চাপে দমবন্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। এর জেরে শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে দক্ষিণ বারাসাত স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ। আপ ও ডাউনে একাধিক লোকাল আটকে পড়ে। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। রেল পুলিশ ও জয়নগর থানার পুলিশের হস্তক্ষেপে সোয়া ২ ঘণ্টা পর, সকাল ৯টা ৫০-এ অবরোধ ওঠে। একই অভিযোগে সকাল সাড়ে ৮টা থেকে মথুরাপুর রোড স্টেশনে রেল অবরোধ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা পর অবরোধ ওঠে।
এদিকে ব্যান্ডেল কাটোয়া শাখায় ফের ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। ১৬ এপ্রিল থেকে আগামী ৫ মে পর্যন্ত বাতিল থাকবে ট্রেন। এক জোড়া ব্যান্ডেল-কাটোয়া-ব্যান্ডেল লোকাল বাতিল করা হচ্ছে। পূর্ব রেলের সদর দফতরের তরফে জানানো হয়েছে, লাইন বা ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে ব্যান্ডেল-কাটোয়া শাখায় দাঁইহাট এবং ধাত্রীগ্রাম স্টেশনের মাঝে ডাউন মেন লাইনে। সেই কারণেই এই সিদ্ধান্ত। ১৬ এপ্রিল থেকে ৫ মে- এর মধ্যে (বৃহস্পতিবার এবং রবিবার বাদ দিয়ে) মোট ১৪ দিন ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। দিনের বেলায় ৩ ঘণ্টার জন্য ট্র্যাফিক ব্লকের প্রয়োজন হবে। স্বভাবতই এই ট্রেন বাতিলের জন্য দুর্ভোগে পড়বেন নিত্যযাত্রীরা।






















