Train Cancelled : ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জের, সপ্তাহান্তে শিয়ালদা থেকে বাতিল একগুচ্ছ ট্রেন !
রেল সূত্রে খবর, শনিবার রাত সাড়ে দশটা থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এর জেরে, শনি ও রবিবার কোথায় কত ট্রেন বাতিল, দেখে নিন এক নজরে।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : সপ্তাহান্তে নিত্যযাত্রীদের জন্য চিন্তার খবর। রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত থেকেই প্রভাব পড়তে চলেছে লোকাল ট্রেনের চলাচলে। শনি - রবি দুই দিনই বেশ কিছু ট্রেন বাতিল করা হল।
বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে বাতিল করা হল ৩৮ টি লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, শনিবার রাত সাড়ে দশটা থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এর জেরে, শনি ও রবিবার কোথায় কত ট্রেন বাতিল, দেখে নিন এক নজরে।
- শনিবার রাতে বনগাঁ শাখার ৬ টি ট্রেন ও রবিবার সকালে ৩২ টি ট্রেন বাতিল করা হয়েছে।
- বেশ কিছু ট্রেন চলবে স্বল্প দূরত্বে।
- সকাল সাড়ে ১০ টার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে পূর্ব রেল।
শনিবার বাতিল হচ্ছে যে ট্রেনগুলি
• বনগাঁ-শিয়ালদা: DN 33856, 33860/UP 33861, 33863
• হাসনাবাদ-শিয়ালদা: DN 33538/UP 33533।রবিবার বাতিল হচ্ছে যে ট্রেনগুলি
• হাসনাবাদ-শিয়ালদা: DN 33512, 33514/UP 33511,33517।
• বনগাঁ-শিয়ালদা DN 33812, 33814, 33818, 33820/UP 33811, 33813, 33815, 33817
• দত্তপুকুর-শিয়ালদা: DN 33612, 33618 /UP 33613,
• লক্ষ্মীকান্তপুর-নামখানা: DN 34924/UP 34923।
• মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর: DN 30712/UP 30711।
• বনগাঁ-মাজেরহাট: DN 30342।
• হাবরা-শিয়ালদা: DN 33652/UP 33651।
• বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি: ইউপি 30145।
• মাঝেরহাট-মধ্যমগ্রাম: ইউপি 30357/DN 30358।
• মাঝেরহাট-বারাসাত: ইউপি 30351।
• বারাসত-বনগাঁ: ইউপি 33361
• বারাসাত - শিয়ালদা: DN 33432, 33434/UP 33431, 33435, 33439
• বারাসাত – দত্তপুকুর: ইউপি 33357
• দত্তপুকুর – শিয়ালদা: DN 33616শনিবার (14.09.2024) বারাসাত থেকে সংক্ষিপ্ত রুটে চলবে বা সাময়িকভাবে বন্ধ করা হবে যে ট্রেনগুলি -
• বনগাঁ-শিয়ালদা: ৩৩৮৫৮
• শিয়ালদা-বনগাঁ: 33859রবিবার (15.09.2024) বারাসাত থেকে সংক্ষিপ্ত রুটে চলবে বা সাময়িকভাবে বন্ধ করা হবে যে ট্রেনগুলি -
• বনগাঁ-শিয়ালদা: 33816, 33822, 33824, 33826।
• হাসনাবাদ-শিয়ালদা: 33516, 33518।
• হাবড়া-শিয়ালদা: ৩৩৬৫৪
• বনগাঁ-মাঝেরহাট: 30344।
• হাসনাবাদ-বিবাদী ব্যাগ: 30322।
• হাসনাবাদ- মাঝেরহাট: 30324।
• শিয়ালদা-বনগাঁ: 33819, 33821, 33823।
• শিয়ালদা-হাসনাবাদ: 33513, 33515, 33519।
• শিয়ালদা-হাবরা: 33653
• শিয়ালদা-গোবরডাঙ্গা: 33681
• মাঝেরহাট-দত্তপুকুর: 30317
• শিয়ালদা-দত্তপুকুর: 33617
• মাঝেরহাট-হাসনাবাদ: 30361
• মাঝেরহাট-হাবড়া: 30333আরও পড়ুন, পেট্রোলের দরে বড় বদল, সকালেই গেলে যে দামে পাবেন কলকাতা-সহ জেলায়..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।