Nadia News: রানাঘাটের স্কুলে প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগে অভিযুক্ত TMC নেতা, অস্বীকার
Nadia News Update: কুকুর খাওয়ানো নিয়ে বাকবিতণ্ডা, TMC কাউন্সিলরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ প্রধান শিক্ষিকার

সুজিত মণ্ডল, নদিয়া: পথ কুকুরদের খাওয়াতে পছন্দ করেন রানাঘাটের এক স্কুলের প্রধান শিক্ষিকা। তাতেই বাধল বিপত্তি। স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে হেনস্থা করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত।
ফের এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। রানাঘাটে স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ উঠল শাসক দলের জন প্রতিনিধির বিরুদ্ধে। লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শতাব্দী সরকার, এলাকায় কুকুর-প্রেমী হিসেবে পরিচিত। বাড়িতেও একাধিক পোষ্য রয়েছে তাঁর। ৮ নম্বর ওয়ার্ডের বহু পথ কুকুরকে নিয়মিত খাবার খাওয়ান তিনি। সংলগ্ন এলাকাতেও কুকুরদেরও খাবার দেন তিনি। কিন্তু, সম্প্রতি তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কয়েকজন বাসিন্দা। এলাকা নোংরা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। এই অভিযোগ নিয়েই বৃহস্পতিবার সটান স্কুলে হাজির হন রানাঘাট পুরসভার তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত। প্রধান শিক্ষিকার অভিযোগ, চিৎকার করে তাঁর সঙ্গে বচসা জুড়ে দেন তৃণমূল কাউন্সিলর। জয়দীপ দত্তের বিরুদ্ধে রানাঘাট থানা ও পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শতাব্দী সরকার।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলেন, "আমি কুকুরকে খাওয়াতে ভালবাসি। রানাঘাট শহরজুড়েই কুকুর-বিড়াল আমি খাওয়াই। রাস্তার কুকুরকে রাস্তায় খেতে দিতে পারব না! উনি একটাই কথা বললেন ৮ নম্বর ওয়ার্ডে কোনও কুকুরকে আমি খেতে দিই না। আপনার যদি এতই কুকুরদের প্রতি ভালবাসা থাকে, স্কুলের মধ্যে এনে কুকুরদের খেতে দেবেন। ওঁর টোনিং ভাল ছিল না, আমার দিদিমণি ছিল। গ্রুপ ডি স্টাফ ছিল এবং আমার ছাত্রীরা ছিল। আমি খুব অপমানিত হয়েছি। (ছাত্রীদের) মেয়েদের চোখে আমার সম্মানটা কোথায় গেল?''
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। পাল্টা জয়দীপ দত্তর দাবি, "ওঁর সঙ্গে আমার বাগবিতন্ডা কিছু হয়নি। আমি ওঁকে ভদ্রভাবে, সঠিক ভাষায় জানিয়েছি, উনি যে খাবার দেন একটা জোনের মধ্যে দিলে ভাল হয়। মূলত ওঁকে বলতে গেছি পলিথিনে আপনি খাবার দেবেন না। সেটা নিয়েই একটু কথাবার্তা (কাটাকাটি) হয়েছে। আমি ওঁকে বলেছি পরিচ্ছন্নতার দায়িত্ব যখন নিয়েছি, সেটার দায়িত্ব আমার। সেটা সঠিকভাবে মেনে চললে ভাল হয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, উনি প্রচারের আলোয় আসার জন্য করছেন।''






















