Calcutta Highcourt: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টি এস শিবজ্ঞানম, উপস্থিত মমতা-শুভেন্দু
TS Sivagnanam: এদিন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
সৌভিক মজুমদার, কলকাতা: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টি এস শিবজ্ঞানম (TS Sivagnanam)। প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর, টি এস শিবজ্ঞানম। কিছুদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার সামলান।
এদিন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
এদিন এই অনুষ্ঠান কলকাতা হাইকোর্টের ইউটিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচার হয়। উল্লেখ্য, দীর্ঘ দিন পরে স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। এতদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন টিএস শিবজ্ঞানম। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ এই অনুষ্ঠান হয়। সেখানে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবীরা। ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, আইনজীব অরুণাভ ঘোষ। চিরচারিত রীতি মেনে এদিন এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
দেশের শীর্ষ আদালতের কলেজিয়ম তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিজ্ঞপ্তি দিয়ে সুপারিশের কথা জানিয়েছিল। এর পর গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে সেই নাম মঞ্জুর করে নতুন বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইনমন্ত্রক।
বিচারপতি শিবজ্ঞানমের জন্ম তামিলনাড়ুতে। ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে তাঁর নাম নথিভুক্ত হয়। দীর্ঘ ২৩ বছর আইনজীবী পেশায় থাকার পর ২০০৯ সালে মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম। ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হন। ১২ বছর বিচারপতি হিসাবে কাজ করার পর তাঁকে কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত করে সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ২৫ অক্টোবর হাইকোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম। এক বছর তিন মাসের বেশি সময় এই হাইকোর্টে বিচারপতি থাকার পর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন।
আর পড়ুন, হামেশাই 'সুগার ক্রেভিংস' হয় আপনার? কোন কোন খাবার কমাতে পারে এই সমস্যা, রইল তালিকা