Baguiati Twin Murder: দুই কিশোরকে অপহরণ করে খুন, বাগুইআটি থানায় বিক্ষোভ বিজেপি-সিপিএমের
BJP Agitation: পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর নেতৃত্বে বিক্ষোভ হয়। বাগুইআটি থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিএমও।
কলকাতা: ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ ও খুনের (Baguiati Twin Murder) ঘটনায় বাগুইআটি থানায় বিক্ষোভ বিজেপির (BJP Agitation)। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর নেতৃত্বে বিক্ষোভ হয়। বাগুইআটি থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিএমও (CPIM)।
থানায় বিক্ষোভ বিজেপি-সিপিএমের: শহরের বুকে ভয়ঙ্কর কাণ্ড। ১৫ দিন বাদে বাগুইআটি থেকে নিখোঁজ দুই কিশোরের খোঁজ পেল পরিবার। কিন্তু ততক্ষণে সব শেষ। প্রথমে অপহরণ, তারপর খুন। প্রথমে ১ কোটি টাকার মুক্তিপণ দাবি। তারপর গলায় ফাঁস দিয়ে জোড়া খুন। অতনু ও অভিষেক সম্পর্কে মামাতো ভাই সামনের বছরই জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিকে বসার কথা ছিল দু’জনের। কিন্তু তার আগে ঘটে গেল অঘটন। প্রথমে খাস কলকাতার বুক থেকে বাগুইআটি থেকে অপহরণ। সেখান থেকে বাসন্তী হাইওয়ের ওপর নিয়ে গিয়ে চলন্ত গাড়িতে নৃশংসভাবে খুন করা হল দুই মাধ্যমিক পড়ুয়াকে। ১০ থেকে ১২ দিন পর মৃতদেহ মিলল বসিরহাট পুলিশ মর্গ থেকে। এই খবর আসতেই পুজোর মুখে শোকের পাহার ভেঙে পড়েছে মৃত দুই কিশোরের বাড়িতে। গোটা ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। জোড়া খুনে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। আর এবার তদন্তে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করল বিরোধী দলগুলি।
পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন: জোড়া খুনের ঘটনায় অভিযোগ উঠল চরম পুলিশি নিষ্ক্রিয়তার। প্রশ্ন উঠছে, পরিবার অপহরণের অভিযোগ করা সত্ত্বেও কেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল না পুলিশ? কোটি টাকা মুক্তিপণ চাওয়ার পরও, কেন আরও সক্রিয়তা দেখা গেল না? বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে মৃতদেহ পড়ে রইল, আর মাত্র ৫৫ কিলোমিটার দুরে থাকা বাগুইআটি থানার পুলিশ সেটা জানতেই পারল না?
গতকাল মৃত অতনুর এক আত্মীয় বলেন, “এতদিন কি পুলিশ ঘুমোচ্ছিল? যেই অতনুর লাশটা পাওয়া গেছে, এখন গুণ্ডা ধরে ফেলেছে। এতদিন কি করছিল পুলিশ, ঘুমোচ্ছিল? পুলিশ তো বারণ করেছে, যে মিডিয়াকে জানাবে না। কোনও টুঁ শব্দ আপনারা করবেন না। আমরা ঠিক ব্যবস্থা নিচ্ছি।’’ পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত ছাত্র অভিষেকের বাবা। তিনি বলেন, "পুলিশের কোনও ভূমিকা নেই। পুলিশ কোনও কাজ করেনি। আমাদের সমবেদনা জানাচ্ছে। পুলিশ বলছে খুনি এলাকায় ঘুরছে। ৮০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। আমার ঠিক ধরে নিয়ে আসব। মর্গে গিয়ে জানতে পারলাম অপহরণের পরের দিনই খুন করা হয়েছে। আর আমাকে ৫ তারিখে ছবি দেখাচ্ছে। এরা মিথ্যে কথা বলেছে।''
আরও পড়ুন: Baguiati Twin Murder: বন্ধুদের সঙ্গে মাংস-ভাত খাওয়া হল না, জন্মদিনের আগেই এল অভিষেকের নিথর দেহ