Amit Shah: 'অপরাধীদের থেকে ২ পা এগিয়ে থাকতে হবে..', রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন অমিত শাহ-র
Amit Shah On CFSL: ' প্রত্যেকটি জেলায় ফরেন্সিক মোবাইল ভ্যানের ব্যবস্থা.' .? কী বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: অপরাধীদের থেকে ২ পা এগিয়ে থাকতে হবে। এবং অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উপযুক্ত তথ্য-প্রমাণের সাহায্যে বিচার প্রক্রিয়াকে দ্রুত করতে হবে। গরিব মানুষদের আইনের ওপর আস্থা তৈরি করা ও অল্প সময়ের মধ্যে ন্যায় বিচার পাইয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করে বার্তা দিলেন অমিত শাহ।
আৎও পড়ুন, 'যিনি দাঁড়ালেই দিদি ভয় পান..' ! রাজ্যে এসেই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অপরাধের চরিত্র দ্রুত বদলাচ্ছে। অপরাধকে রুখতে অপরাধীদের থেকে ২ পা এগিয়ে থাকতে হবে।রবিবাসরীয় সকালে রাজারহাটে অত্যাধুনিক সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করলেন অমিত শাহ। সেখান থেকে অপরাধের গ্রাফ নিম্মমুখী করতে বেশ কিছু পদক্ষেপের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি, দেশের আইন ব্যবস্থা সংস্কার নিয়ে কেন্দ্রের বেশ কিছু উদ্যোগের কথাও তুলে ধরেন।
বৃহস্পতিবার রাজ্যে এসে ২৬-এর বিধানসভা ভোটের সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। তার ২ দিন পর শনিবাার রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন সকালে তাঁর কর্মসূচি শুরু হয় রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন দিয়ে। সেখানে অমিত শাহ বলেন, ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় অনেক সময় বিলম্বিত হয় বিচারপ্রক্রিয়া। সেই প্রতিবন্ধকতা কাটিয়ে আইনের ওপর গরিব মানুষদের আস্থা তৈরি করা ও দ্রুত ন্যায় বিচার দেওয়াই কেন্দ্রের দায়িত্ব।
অমিত শাহ বলেন, গরিব মানুষদের আইনের ওপর আস্থা তৈরি করা ও অল্প সময়ের মধ্যে ন্যায় বিচার পাইয়ে দেওয়া আমাদের দায়িত্ব। প্রত্যেকটি জেলায় ফরেন্সিক মোবাইল ভ্যানের ব্যবস্থা করতে কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলিকে সহায়তা করা হচ্ছে। ১৬০ বছরের পুরনো ভারতীয় দণ্ডবিধির বদলে নয়া আইন বানানো হয়েছে। এটি যুগান্তকারী বদল। এর ফলে নিরপরাধ মানুষরা সাজা পাবেন না এবং অপরাধীরা ছাড় পাবেন না। সিএফএসএলের নতুন ভবন উদ্বোধনের ফলে থানাগুলির উপকার হবে।
বর্তমানে দেশে CFSL রয়েছে ৭টি। হায়দরাবাদ, কলকাতা, চণ্ডীগড়, নয়াদিল্লি, গুয়াহাটি ভোপাল এবং পুণেতে। অমিত শাহ জানিয়েছেন, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, ওড়িশা, তামিলনাড়ু, রাজস্থান, কেরল ও বিহারে আরও ৭টি CFSLতৈরির লক্ষ্য রয়েছে কেন্দ্রের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিএফএসএলের উন্নয়ন নিয়ে বেশ কিছু উদ্যোগ ও পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরবর্তী ২ বছরের মধ্যে কাজ সম্পূর্ণ হবে।






















