Amit Shah: 'শমীকের আবেদনে সাড়া..', ফের বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ, অগাস্টেই আসছেন বাংলায়?
Amit Shah Will Come In Bengal: প্রধানমন্ত্রীর পরে রাজ্য সফরে অমিত শাহ, অগাস্টেই আসছেন বাংলায়?

কলকাতা: একদিকে ধনকড়ের ইস্তফা গৃহীত হওয়ার ঘোষণা হতেই রাজ্যসভায় হট্টগোল বিরোধীদের। সোশ্যালে, আরোগ্য কামনা করে নানা মত প্রকাশ করেছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। এমনই এক পরিস্থিতিতে, সূত্র মারফত রাজ্যে শাহ সফরের খবর এল। সদ্য রাজ্যে এসে মেগা জোড়া সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এবার প্রধানমন্ত্রীর পরে রাজ্য সফরে অমিত শাহ, অগাস্টেই আসছেন বাংলায়?
অপরদিকে, সদ্য বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন দলের বর্ষীয়ান নেতা শমীক ভট্টাচার্য। মোদি সাক্ষাতের পর এবার শাহ সাক্ষাৎ হওয়া শুধুই সময়ের অপেক্ষা। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যে আসার অনুরোধ জানিয়েছেন শমীক ভট্টাচার্য। এবং সেই আবেদনে সাড়াও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পয়লা জুনের পর এবার সম্ভবত অগাস্টেই রাজ্য সফরে আসতে পারেন অমিত শাহ, দাবি সূত্রের।
এর আগে রাজ্যে এসে তৃণমূল সুপ্রিমোকে জোর নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত চলতি মাসে যেভাবে শিল্প-বিনিয়োগ-কর্মসংস্থানের পাশাপাশি চোখে আঙুল দিয়ে নারী নির্যাতনের অভিযোগ সামনে রাখা হয়েছে। ঠিক সেভাবেই জুলাই এর আগে 'সিঁদুর' ইস্যু নিয়ে কথা বলে শুভেন্দু-শাহদের নিশানায় পড়েছিলেন মমতা। মূলত গতবারও শাহ সফরের আগে মোদি এসেছিলেন রাজ্য়ে। প্রধানমন্ত্রীর ওই সফরের দিনেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'মোদি কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না?' এরপরেই শুভেন্দু বলেন, 'উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে।আমি ওনাকে সাবধান করছি। দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব। এই লেভেলে নামবেন না।' এরপর রাজ্যে এসেই মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন অমিত শাহ।
সেবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, 'তোষণের সব সীমা ছাড়িয়ে গেছে তৃণমূল সরকার। পহেলগাঁওয়ে ধর্ম জেনে খুন করেছে। অপারেশন সিঁদুরে শতাধিক জঙ্গি খতম হয়েছে। কিন্তু দিদির পেটে ব্যথা হচ্ছে। দিদির হয়তো জঙ্গিদের জন্য কষ্ট হচ্ছে। দিদি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেননি, দেশের মহিলাদের ভাবনার সঙ্গে খেলা করেছেন। বাংলার মহিলাদের কাছে অনুরোধ, মমতাকে সিঁদুরের দাম বুঝিয়ে দিতে হবে, সিঁদুরের অপমানের ফল কী হয়, বুঝিয়ে দিতে হবে।'






















