Abhishek Banerjee: অভিষেক চলে যেতেই মতুয়াবাড়ির মন্দির গোবর জল দিয়ে শুদ্ধিকরণ শান্তনু ঠাকুরের !
Abhishek Banerjee : অভিষেক চলে যাওয়ার পর উঠল স্লোগান।

উত্তর ২৪ পরগনা: ভোটের আগে আজ নদিয়া ও উত্তর ২৪ পরগনায় জেলা সফরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুরে নদিয়ার রাণাঘাটে রণ সংকল্প সভায় যোগ দেওয়ার পর, উত্তর ২৪ পরগনার গাইঘাটার মতুয়াবাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে গিয়ে এদিন মতুয়াদের অধিকার নিয়ে কথা তুলে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তোলেন তিনি। এদিকে এদিনই উলটপূরাণের ছবি দেখা গেল সেই ঠাকুরবাড়িতেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর মতুয়াবাড়িতে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অভিষেক চলে যাওয়ার পর উঠল স্লোগান।
আরও পড়ুন, "...নয় গদি ছাড়বেন", ঠাকুরনগরে গিয়ে কাকে হুঁশিয়ারি অভিষেকের ? কাকে লাস্ট অপশন দিলেন
বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে মতুয়াদের একাংশের মধ্য়ে উদ্বেগ!অস্বস্তিতে বিজেপি!এই আবহে ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে গেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।মতুয়াদের নাগরিকত্ব ইস্যু উস্কে দিয়ে বিজেপির অস্বস্তি বাড়ানোর চেষ্টা করলেন। অভিষেক বলেন, বিজেপি ১১ বছর ক্ষমতায়। এই দেব, তাই দেব। বলেছিলনা নিঃশর্ত নাগরিকত্বের কথা? আজকে আওয়াজ তুলতে হবে। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব,নয় অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে শান্তনু ঠাকুর দূর হঠো।
বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, টএরা কি মতুয়াদের ঠেকা নিয়ে বসে আছে নাকি? এরা বিভ্রান্ত করছে। নিঃশর্ত নাগরিকত্ব কাকে বলে আর শর্ত নাগরিকত্ব কাকে বলে? সেটা আগে এই অশিক্ষিত গুলোকে জেনে আসতে বলুন। টমতুয়া অধ্যুষিত তাহেরপুরে দাঁড়িয়েই আবার কমিশন ও এজেন্সিকে এক বন্ধনীতে এনে সরাসরি বিজেপিকে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, ভাবছে একদিকে ইসি-কে লাগিয়ে ভোটাধিকার কেড়ে নেব, আরেকদিকে ইডি-কে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব।+ বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে আত্মসমর্পণ করবে না।
একদিকে মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আসার জন্য পুলিশে পুলিশে ছয়লাপ, অন্যদিকে মতুয়াবাড়িতেই বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের চারপাশে কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর বজ্র আঁটুনি। শুক্রবার গাইঘাটার মতুয়াবাড়িতে দেখা গেল বেনজির নিরাপত্তা বলয়। নাটমন্দির থেকে শান্তনু ঠাকুরের ঘর, মতুয়া ঠাকুরবাড়ির চারিদিকে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী।
এরই মধ্যে বিকেলে ঠাকুরনগরের মতুয়াবাড়িতে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।






















