Siliguri News: পড়ুয়াদের চাপে নতি স্বীকার, পদত্যাগ উত্তরবঙ্গ কলেজের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স সন্দীপ সেনগুপ্তের
Uttar banga medical Collage: পড়ুয়াদের টানা বিক্ষোভ ও আন্দোলনের চাপে অবশেষে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স সন্দীপ সেনগুপ্ত ও অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল।
শিলিগুড়ি: পড়ুয়াদের লাগাতার আন্দোলনের কাছে অবশেষে হার মানল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। নতি স্বীকার করে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স সন্দীপ সেনগুপ্ত ও অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল। প্রায় ৬ ঘণ্টা ধরে পড়ুয়াদের টানা বিক্ষোভ ও আন্দোলনের চাপে বুধবার সন্ধ্যায় পদত্যাগ করলেন তাঁরা।
আরও পড়ুন: Kolkata Weather: বৃহস্পতিবার কি বৃষ্টির পরিমাণ বাড়বে? আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অধ্যক্ষ ও ডিনকে ঘেরাও করে বিক্ষোভের ঘটনায় উঠে এল একের পর এক অভিযোগ। হুমকি, দাদাগিরি, তোলাবাজির পাশাপাশি একজন ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের একজন অধ্যাপিকা। পড়ুয়াদের বিক্ষোভের চাপে পরীক্ষায় কড়া গার্ড না দেওয়ার জন্য যে তাঁর কাছে ফোন আসত বুধবার তাও স্বীকার করে নিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স সন্দীপ সেনগুপ্ত।
আরও পড়ুন: Weather Today: ভ্যাপসা গরমে তুঙ্গে অস্বস্তি, কবে থেকে আবহাওয়া বদলাবে? বড় আপডেট
উত্তরবঙ্গ মেডিক্যালের টিএমসি ইউনিটের নামে হুমকি ও তোলাবাজির অভিযোগ সম্পর্কে দীর্ঘদিন ধরে জমে থাকা রাগের বহিঃপ্রকাশ হল বুধবার। পড়ুয়া চিকিৎসকদের ওপর অমানবিক অত্যাচার ও তোলাবাজির অভিযোগে সরব হলেন পড়ুয়া চিকিৎসকরা। তাঁদের বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনা ছড়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। তৃণমূলের একদল ছাত্র নেতা কোনও অনিয়মের বিরুদ্ধে মুখ খুললেই পরীক্ষায় ফেল করানোর ভয় দেখাতে বলে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদ থেকে সদ্য বহিষ্কৃত আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চর্চায় আসা অভীক দে-কে ও তার সঙ্গীদের নির্দেশে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, ডিন ও কিছু চিকিৎসক মেধামী পড়ুয়াদের নম্বর কেটে নিত বলেও অভিযোগ উঠেছে। বুধবার এই সমস্ত অভিযোগ খতিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করার পরে রাতেই ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স সন্দীপ সেনগুপ্ত ও অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল।
বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সামনেই কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ জানান পড়ুয়া চিকিৎসকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।