Howrah-NJP Vande Bharat: কখন পৌঁছবে এনজেপি? কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াবে বন্দে ভারত?
Vande Bharat Express:মাত্র সাড়ে সাত ঘণ্টায় হাওড়া থেকে এনজেপি পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস। এনজেপি যাওয়ার নতুন ট্রেন ঘিরে বাড়ছে প্রত্যাশার পারদ।
কলকাতা: শুক্রবারই উদ্বোধন হতে চলেছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। হাওড়া থেকে নয়া ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার, বিশেষ করে শিলিগুড়ি-দার্জিলিং পৌঁছনোর জন্য আরও একটি ট্রেন পাবেন রাজ্যবাসী। বাঁচবে সময়ও।
কোন পথে যাবে ট্রেন:
মাত্র সাড়ে সাত ঘণ্টায় হাওড়া থেকে এনজেপি পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস। মাঝে থামবে মাত্র তিনটি স্টেশনে। বোলপুর-শান্তিনিকেতন, মালদা টাউন এবং বারসোই স্টেশনে থামবে এই ট্রেন।
সময়সূচি:
রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সপ্তাহে ৬দিন করে চলবে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। শুধুমাত্র বুধবার বন্ধ থাকবে এই ট্রেনের পরিষেবা।
হাওড়া-এনজেপি বন্দে ভারত:
ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেস। ৭টা বেজে ৪৩ মিনিটে পৌঁছবে বোলপুর-শান্তিনিকেতন। তারপরে ৭টা বেজে ৪৫ মিনিটে ছাড়বে ওই স্টেশন। তারপরে ১০টা বেজে ৩২ মিনিটে পৌঁছবে মালদা টাউন স্টেশন। তিন মিটিন পরে ১০ টা বেজে ৩৫ মিনিটে ছাড়বে মালদা টাউন স্টেশন। সকাল ১১টা ৫০ মিনিটে পৌঁছবে বারসই স্টেশনে। ওই স্টেশন ছেড়ে যাবে ১১টা ৫২তে। তারপরে সময়সূচি অনুযায়ী দুপুর ১টা বেজে ২৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে বন্দে ভারত।
এনজেপি-হাওড়া বন্দে ভারত:
বিকেল তিনটে বেজে ৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। বারসই পৌঁছবে বিকেল ৪টে বেজে ৪৪ মিনিটে। তারপরে বিকেল ৫টা বেজে ৫০ মিনিটে পৌঁছবে মালদা টাউন স্টেশন। রাত আটটা ২২ মিনিটে পৌঁছবে বোলপুরে। তারপরে রাত ১০টা বেজে ৩৫ মিনিটে পৌঁছবে হাওড়া স্টেশন।
৩০ ডিসেম্বর শুভ উদ্বোধন হবে এই ট্রেনের। পরে কখন, কবে থেকে নিয়মিত পরিষেবা চালু হবে তার জন্য পরিবর্ধিত সময়সূচির দেবে রেল।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্য়েই দেশের নানা জায়গায় শুরু হয়ে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এর মধ্যে বাংলাতেই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস শুরু হতে চলেছে। সেটা উদ্বোধন করতেই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানের পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি হয়েছে নরেন্দ্র মোদির। তারপরে গঙ্গা পরিষদের বৈঠকেও যোগ দেওয়ার কথা তাঁর। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সকাল ১০ টা ১৫ নাগাদ মোদি পৌঁছবেন রেস কোর্সে। আরসিটিসি হেলিপ্যাড থেকে গাড়িতে করে হাওড়া স্টেশন পৌঁছবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০ টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: কড়া নিরাপত্তায় মুড়ল হাওড়া স্টেশন, বন্ধ কোন কোন প্ল্যাটফর্ম?