Vande Bharat Express Live : যাত্রা শুরু বন্দে ভারতের, মুখ্যমন্ত্রীকে স্লোগান ঘিরে প্রবল রাজনৈতিক তরজা
Narendra Modi : সকাল ১০ টায় রাজ্যে পা রাখার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আপাতত পরিবর্তিত পরিস্থিতি কী দাঁড়ায়, সেটাই দেখার।

Background
প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী নিজেই। ভোর সাড়ে তিনটেয় প্রয়াত প্রধানমন্ত্রীর মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৭টা নাগাদ আমদাবাদে পৌঁছবেন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পারেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, খবর সূত্রের। এর আগে অসুস্থ হয়ে আমদাবাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন।
'পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে থাকতে পারাটা সবসময়ই একটা বিশেষ ব্যাপার', 'আগামীকাল ৩০ ডিসেম্বর রাজ্যের উন্নয়নের গতিপথে বিশেষ জরুরি দিন', '৭৮০০ কোটি টাকার বেশি অর্থমূল্যের উন্নয়নমূলক কাজ', 'উন্নয়নমূলক কাজের হয় উদ্বোধন বা শিলান্যাস হবে', বাংলায় আসার আগে ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 'পশ্চিমবঙ্গে কর্মসূচিগুলির প্রধান কেন্দ্রবিন্দুতে যোগাযোগ ব্যবস্থা', 'হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে বন্দে ভারত।এক্সপ্রেসের যাত্রার সূচনা, নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পুনরুন্নয়নের শিলান্যাসও করা হবে, ট্যুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু আপাতত পরিবর্তিত পরিস্থিতিতে কী হয় সেদিকেই নজর থাকবে।
Vande Bharat Express Live Updates : মমতাকে জয় শ্রীরাম স্লোগান, বিজেপিকে কটাক্ষ কুণালের
বন্দে ভারত উদ্বোধনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রী রাম স্লোগান।কুণাল ঘোষের কটাক্ষ 'কাল কা যোগী' বলেই কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। পাশাপাশি বিজেপি শিবিরকে আক্রমণ করে তাঁর কটাক্ষ, 'রামকে নিয়ে অসভ্যতা করছে বিজেপি। সব কিছুরই একটা স্থান-কাল-পাত্র রয়েছে। আর বিজেপি তো বন্দে ভারতকে আসলে ধন্দে ভারতে পরিণত করেছে।'
West Bengal Corona Update : চালু হল জোকা-তারাতলা মেট্রো পরিষেবা
শিলান্য়াসের ১২ বছরেরও বেশি সময় পর চালু হল জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। মা মারা যাওয়ায় কলকাতায় না এসে, গুজরাত থেকেই ভার্চুয়ালি মেট্রো পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েও মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল তাঁর উদ্যোগেই।






















