এক্সপ্লোর

Visva Bharati: আদিবাসী ছাত্রীকে হেনস্থার অভিযোগ, বিশ্বভারতীর উপাচার্যের রিপোর্ট তলব করল জাতীয় কমিশন, অন্যথায় সমনের হুঁশিয়ারি

Bidyut Chakraborty: বিধি অনুযায়ী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খোদ আদিবাসী সম্প্রদায়ের। সেই বিশ্বভারতী থেকে এমন ঘটনা সামনে আসায় নিন্দার ঝড় উঠেছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: আবারও বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। গবেষণার জন্য আবেদনকারী আদিবাসী সম্প্রদায়ের ছাত্রীকে হেনস্থা এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় রিপোর্ট তলব করল জাতীয় তফসিলি উপজাতি কমিশন। আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ না করলে ৩৩৮ ধারায় বিদ্যুতের বিরুদ্ধে সমন জারি করার হুঁশিয়ারিও দিয়েছে কমিশন। 

বিধি অনুযায়ী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খোদ আদিবাসী সম্প্রদায়ের। সেই বিশ্বভারতী থেকে এমন ঘটনা সামনে আসায় নিন্দার ঝড় উঠেছে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় এক নম্বরে নাম থাকলেও, হুগলির হরিপাল থানার অন্তর্গত চক চণ্ডীগড় গ্রামের বাসিন্দা, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রী পাপিয়া মাড্ডিকে গবেষণার জন্য নেওয়া হয়নি। সেই নিয়ে একাধিক বার বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানিয়েও উত্তর পাননি বলে জানিয়েছেন পাপিয়া। 

পাপিয়া জানিয়েছেন, বিশ্বভারতীর শিক্ষাবিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে এমফিলও করেন। তার পর গবেষণার জন্য শিক্ষাবিভাগে আবেদন জানান। তফসিলি উপজাতি সংরক্ষণের আওতায় মেধাতালিকায় এক নম্বরে নাম ওঠে তাঁর। তা সত্ত্বেও নানা অজুহাত দেখিয়ে তাঁকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ পাপিয়ার। গবেষণার সুযোগ দেওয়া হয়নি। 

আরও পড়ুন: Nawsad Siddique: ভাঙড়ে যাওয়ার পথে ফের বাধা নৌশাদকে, 'ফ্যাসিবাদী আচরণ, পক্ষপাতিত্ব করছে পুলিশ', দাবি ISF বিধায়কের

কেন তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে না, তা জানতে বার বার কর্তৃপক্ষের কাছে দরবার করেন পাপিয়া। উপাচার্য বিদ্যুৎ থেকে ভারপ্রাপ্ত কর্মসচিব, বিভাগীয় প্রধানকে তিন-চারটি চিঠিও দেন। পাপিয়ার অভিযোগ, একটি চিঠিরও জবাব পাননি তিনি এমনকি শিক্ষাবিভাগের তরফেও দুর্ব্যবহার পান তিনি। 

এর পর জাতীয় তফসিলি উপজাতি কমিশনকে বিশদ জানিয়ে চিঠি দেন পাপিয়া। সেই চিঠি পেয়েই বিদ্যুতের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করে জাতীয় তফসিলি উপজাতি কমিশন। ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা না দিলে, উপাচার্যের বিরুদ্ধে সমন জারি কার হবে এবং তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে। তবে পাপিয়ার আক্ষেপ, "এক নম্বরে নাম থাকা সত্ত্বেও পিএইচডি করতে পারলাম না। একাধিক চিঠি দিয়েছি, উত্তর দেননি কর্তৃপক্ষ। তার পর কমিশন এবং রাষ্ট্রপতিকে চিঠি দিই। আমা তফসিলি উপজাতির, তাই ভেবেছিলেন কিছু করতে পারব না। ভর্তি নেওয়া হয়নি, চিঠির উত্তর পাইনি, খারাপ ব্যবহারও পেয়েছি।"

যদিও এই প্রথম নয়। তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত অধ্যাপক,  বিশ্বভারতীর অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ বিভাগের ডেপুটি রেজিস্ট্রার প্রশান্ত মেশরামকেও হেনস্থার অভিযোগ উঠেছে বিশ্বভারতীতে। তিনি জানিয়েছেন, ওড়িশা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক পদে তিনি নির্বাচিত হয়েছেন। তাঁর অভিযোগ, প্রথমে নো অবজেকশন লেটার দিলেও, আবেদনের পর লিয়েন দিতে অস্বীকার করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকি অপমানজনক মন্তব্যও করা হয়। এই অভিযোগে শান্তিনিকেতন থানার দ্বারস্থ হন ওই ডেপুটি রেজিস্ট্রার।

তাতে সশরীরে কমিশনে হাজিরা দিতে হয় বিদ্যুৎকে। এমনকি সেই ঘটনায় উপাচার্য-সহ ভারপ্রাপ্ত কর্মসচিব এবং আাধিকারিকদের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। সিউড়ি জেলা আদালতে সেই মামলা চলছে। ১৮ জুলাই আদালতে হাজিরা দেওয়ার কথা বিদ্যুতের। তার মধ্যেই নয়া অভিযোগ। বিষয়টি নিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ অধিকারিক মহুয়া বন্দ্যপাধ্যায়কে ফোন করলেও, ধরেননি তিনি। 

উল্লেখ্য, এর আগেও তপশিলি উপজাতি ভূক্ত অধ্যাপক প্রশান্ত মিশ্রমকে হেনস্থার অভিযোগে সশরীরে কমিশনে হাজিরা দিতে হয়েছে বিশ্বভারতীর উপাচার্যকে। এমনকি, এই সংক্রান্ত বিষয়ে উপাচার্য সহ ভারপ্রাপ্ত কর্মসচিব ও আধিকারিকদের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই মামলা চলছে সিউড়ি জেলা আদালতে। ১৮ জুলাই আদালত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে হাজিরা দেওয়ার নির্দেশও দিয়েছে। উপাচার্যের বিরুদ্ধে স্যোসাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে পোস্ট করে সরব হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। 

তপশিলি উপজাতি ভূক্ত ছাত্রী পাপিয়া মুর্মু বলেন, "আমার নাম ১ নম্বরে থাকা সত্ত্বেও পিএইচডি করতে পারলাম না৷ একাধিক চিঠি দিয়েছি, উত্তর দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। তারপর আমি কমিশনে ও রাষ্ট্রপতির কাছে চিঠি দিই। আমি তপশিলি উপজাতির তাই ওরা ভেবেছিল কিছুই করতে পারবে না। তাই ভর্তি নেয়নি ও উত্তরও দেয়নি৷ খারাপ ব্যবহারও করেছেন ম্যাডাম।"

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Junior Doctors Protest: ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
RG Kar Case : 'দুর্গাপুজো? সে তো অনেক খরচ' ! মেয়ে বলেছিল, 'সব পারব মা', ঘরভরা শূন্যতার মাঝে ডুকরে উঠলেন মা
ঠাকুরঘরে মা দুর্গার শাড়ি, এবারও বায়না হয়ে গিয়েছিল ঢাকির, এখন শুধুই ঘরভরা শূন্যতা-হাহাকার
Junior Doctors Protest: পুলিশের সঙ্গে বচসা, জুনিয়র ডাক্তারকে লাথি মারার অভিযোগ; প্রতিবাদে অবস্থান; অবরুদ্ধ ধর্মতলা !
পুলিশের সঙ্গে বচসা, জুনিয়র ডাক্তারকে লাথি মারার অভিযোগ; প্রতিবাদে অবস্থান; অবরুদ্ধ ধর্মতলা !
PM Internship Scheme: ৫ হাজার টাকা বৃত্তিতে ইন্টার্নশিপের সুযোগ প্রধানমন্ত্রীর এই স্কিমে, কীভাবে আবেদন করবেন ?
৫ হাজার টাকা বৃত্তিতে ইন্টার্নশিপের সুযোগ প্রধানমন্ত্রীর এই স্কিমে, কীভাবে আবেদন করবেন ?
Advertisement
ABP Premium

ভিডিও

Durga Puja 2024: কলকাতার একাধিক ক্লাব এবার থিমের  মাধ্য়মে তুলে ধরল নারী সংগ্রামের কথাDurga Puja: কেউ ফুটিয়ে তুলেছে অজন্তা ইলোরার গুহা চিত্র,কেউ জননায়কদের মূর্তি দিয়ে সাজিয়ে তুলেছে মণ্ডপKolkata News: পুজোর বাকি আর কয়েকটা দিন, উৎসবের মরশুমে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে তৈরি পুলিশওDurga Pujo:৯০বছরে মুদিয়ালি ক্লাবের পুজো দক্ষিণ কলকাতার অন্য়তম নামী এই ক্লাবের এবারের থিম ত্রিমাত্রিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Junior Doctors Protest: ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
RG Kar Case : 'দুর্গাপুজো? সে তো অনেক খরচ' ! মেয়ে বলেছিল, 'সব পারব মা', ঘরভরা শূন্যতার মাঝে ডুকরে উঠলেন মা
ঠাকুরঘরে মা দুর্গার শাড়ি, এবারও বায়না হয়ে গিয়েছিল ঢাকির, এখন শুধুই ঘরভরা শূন্যতা-হাহাকার
Junior Doctors Protest: পুলিশের সঙ্গে বচসা, জুনিয়র ডাক্তারকে লাথি মারার অভিযোগ; প্রতিবাদে অবস্থান; অবরুদ্ধ ধর্মতলা !
পুলিশের সঙ্গে বচসা, জুনিয়র ডাক্তারকে লাথি মারার অভিযোগ; প্রতিবাদে অবস্থান; অবরুদ্ধ ধর্মতলা !
PM Internship Scheme: ৫ হাজার টাকা বৃত্তিতে ইন্টার্নশিপের সুযোগ প্রধানমন্ত্রীর এই স্কিমে, কীভাবে আবেদন করবেন ?
৫ হাজার টাকা বৃত্তিতে ইন্টার্নশিপের সুযোগ প্রধানমন্ত্রীর এই স্কিমে, কীভাবে আবেদন করবেন ?
Vinoo Mankad Trophy: অঙ্কিতের সেঞ্চুরিতে বিরাট জয় বাংলার, অভিষেকেই নায়ক কিংবদন্তির পুত্র
অঙ্কিতের সেঞ্চুরিতে বিরাট জয় বাংলার, অভিষেকেই নায়ক কিংবদন্তির পুত্র
Bankura News: মানবতার পাঠ, নিঃস্বার্থভাবে জনকল্যাণের কাজে পড়ুয়াদের উৎসাহিত করতে নয়া উদ্যোগ বাঁকুড়ার স্কুলে
মানবতার পাঠ, নিঃস্বার্থভাবে জনকল্যাণের কাজে পড়ুয়াদের উৎসাহিত করতে নয়া উদ্যোগ বাঁকুড়ার স্কুলে
Junior Doctors Protest: রাজ্যকে ২৪ ঘণ্টার ডেডলাইন, দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের
রাজ্যকে ২৪ ঘণ্টার ডেডলাইন, দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের
Durga Puja 2024: কমেছে জৌলুস-আড়ম্বর, রীতিতে নেই ছেদ; নিয়ম মেনে পুজোর আয়োজন মহিষাদল রাজবাড়িতে
কমেছে জৌলুস-আড়ম্বর, রীতিতে নেই ছেদ; নিয়ম মেনে পুজোর আয়োজন মহিষাদল রাজবাড়িতে
Embed widget