Murshidabad News: সামশেরগঞ্জে নিহত বাবা-ছেলের বাড়িতে শুভেন্দু, রাজ্যের আর্থিক সাহায্য ফেরালেও বিরোধী দলনেতার সাহায্য নিল দাস পরিবার..
Waqf Protest Murshidabad Suvendu Helps Victims Family: রাজ্যের আর্থিক সাহায্য ফিরিয়েছিল, সামশেরগঞ্জের জাফরাবাদে নিহত বাবা-ছেলের পরিবারের হাতে ২০ লক্ষ টাকার চেক তুলে দিলেন শুভেন্দু..

মুর্শিদাবাদ: সামশেরগঞ্জের জাফরাবাদে নিহত বাবা-ছেলের বাড়িতে শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের আর্থিক সাহায্য ফেরালেও, এদিন বিরোধী দলনেতার সাহায্য নিল হরগোবিন্দ দাসের পরিবার। নিহতের পরিবারের হাতে ২০ লক্ষ টাকার চেক তুলে দিলেন বিরোধী দলনেতা। মূলত , ওয়াকফ বিলের প্রতিবাদে মাঝে ব্যাপক অশান্তি চলে মুর্শিদাবাদে। চলতি মাসের ১১ তারিখ বাড়ি থেকে বের করে হরগোবিন্দ দাস ও তাঁর ছেলেকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি-গাড়ি ভাঙচুর, পাল্টা লাঠিচার্জ, রণক্ষেত্র আমডাঙা ! 'IC-র প্ররোচনাতেই..'
ওয়াকফ আইনের প্রতিবাদের নামে উন্মত্ত বিক্ষোভকারীদের হিংসার বলি হতে হয়েছে ধুলিয়ানের জাফরাবাদের বাসিন্দা বাবা-ছেলেকে। বাড়ি থেকে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হয় সত্তর বছরের হরগোবিন্দ দাস এবংতাঁর ছেলে চন্দন দাসকে (৪০)। সেই জোড়া হত্যাকাণ্ডের ৫ দিনের মাথায়,মুর্শিদাবাদেরই সুতি থেকে গ্রেফতার করা হল মূল চক্রীকে। জাফরাবাদের বাসিন্দা ধৃত ইনজামুল হকই হামলায় নেতৃত্ব দিয়েছে বলে দাবি করেছে পুলিশ। এই নিয়ে জাফরাবাদে জো়ড়া হত্যাকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩-এ।
ADG (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, সারা রাত ধরে অভিযান চালিয়ে, আরও একজনকে আমরা গ্রেফতার করেছি। রাজ্য পুলিশের STF তাঁকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে। যার নাম ইনজামুল হক এবং বাড়ি জাফরাবাদে যেখানে খুনটি হয়েছিল, তার সংলগ্ন এলাকা শুলিপাড়া। সেই শুলিপাড়ার বাসিন্দা। এর আগে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হত্যাকাণ্ডের ৩ দিন পর,সুতির বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় দিলদার নাদাবকে। বীরভূমের মুরারই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তার ভাই কালু নাদাবকে। এবার পুলিশের জালে আরও এক।
ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, তদন্তে আমরা জানতে পেরেছি, যে সেদিন যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে , তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায়, এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল, তার অন্যতম হচ্ছে এই ইনজামুল। শুধু নেতৃত্ব দেওয়াই নয়, যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে, যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায়, তাই জন্য এলাকার এবং বাড়ি সংলগ্ন যেখানে যা সিসিটিভি ফুটেজ ছিল, তার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে নষ্ট করায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুল।
যদিও, পুলিশি তদন্তে আস্থা রাখতে পারছে না নিহতদের পরিবার। নিহত হরগোবিন্দ দাসের জামাই বিশ্বজিৎ দাস বলেন, 'এনআই দরকার। পুলিশ যদি সাপোর্ট করত তাহলে দুটো প্রাণ যেত না।'তৃণমূলের তরফে যখন বারবার অভিযোগ করা হচ্ছে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে অশান্তি ঘটানো হয়েছে, তখন বিরোধীদের পাল্টা প্রশ্ন, যদি বাংলাদেশিরাই এই কাণ্ড ঘটিয়ে থাকে, তাহলে ধৃতদের মধ্য়ে কজন বাংলাদেশী আছে?' ।






















