Mamata Banerjee: ‘প্রমাণ হলে গুঁড়িয়ে দেবেন’, নিজের কালীঘাটের বসতভিটে নিয়ে তদন্তের নির্দেশ দিলেন খোদ মমতা
Mamata Banerjee on Property: পরিবারের সম্পত্তি মামলা নিয়ে আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বসতভিটের জমি নিয়ে নিজেই দিলেন তদন্তের নির্দেশ।

সুমন ঘড়াই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: শাসক ও বিরোধী দলের নেতাদের সম্পত্তি নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছে। এবার তাঁর পরিবারের সম্পত্তি নিয়ে মামলার প্রেক্ষিতে, পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের বসতভিটের জমি নিয়ে তদন্তের নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী (Kalighat)।
নিজের বসতভিটে নিয়ে তদন্তের নির্দেশ দিলেন মমতা
পরিবারের সম্পত্তি মামলা নিয়ে আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বসতভিটের জমি নিয়ে নিজেই দিলেন তদন্তের নির্দেশ। সেই সঙ্গে কার্যত ছুড়ে দিলেন চ্যালেঞ্জও। বুধবার মমতা বলেন, "কোনও জমি দখল করেছি বা পাইয়ে দিয়েছি প্রমাণিত হলে গুঁড়িয়ে দেবেন।"
এর আগে, যুব তৃণমূলের (TMC) সভা থেকেও সম্প্রতি এ নিয়ে সরব হন মমতা। এ দিনও তিনি বলেন, "আমি রানি রাসমণির জায়গায় থাকি। আমরা ঠিকা প্রজা, নিজেদের জমি নেই। আমি মুখ্যসচিব ও ভূমি রাজস্ব সচিবকে দেখতে বলেছি। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবেন। সম্পত্তি মামলা নিয়ে লড়তে আমার কোনও ভয় নেই। আমরা আইনি লড়াই লড়ব। যদিও এখন সেখানেও প্রভাবিত করা হচ্ছে।"
অনুষ্ঠান-উৎসবে একত্রিত হওয়া ছাড়া তাঁর সঙ্গে যে পরিবারের কোনও সম্পর্ক নেই, তাও আরও একবার স্পষ্ট করে দিয়েছেন মমতা। তাঁর বক্তব্য, "আমার কোনও পরিবার নেই। দলই আমার পরিবার। উৎসবে দেখা হয়। বউদের সঙ্গে বেশি দেখা হয়। এর বাইরে কোনও সম্পর্ক নেই। যে যার যার মতো। ভাইরা আলাদা থাকে। তারা তাদের মতো সম্পত্তির প্রমাণ দেবে।"
শাসক ও বিরোধী দলের নেতাদের নিয়ে একাধিক মামলা কোর্টে
এ রাজ্যের শাসক ও বিরোধী দলের নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছে।মামলা হয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রীদের সম্পত্তি নিয়েও। সেই আবহে নিজের আয় নিয়ে মমতা বলেন, "আমি মুখ্যমন্ত্রী হিসেবে কোনও বেতন নিই না। অন্তত ৫-৬ কোটি সাদা টাকা তো হবেই। যা আমি নিইনি... আমি মাইনে নিই না। সাত বারের সাংসদ হলেও পেনশন নিই না। বই, ছবি বিক্রির টাকায় চলি।”






















