COVID Variant Omicron: রাজ্যে ওমিক্রন সংক্রমিত আরও ৩, একজন ওড়িশায়
COVID Variant Omicron:সোমবার থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করার কথা ভাবছে সরকার। বাজার, দোকান, লোকাল ট্রেন, বিমান যাত্রা, স্কুল-কলেজ, বার-রেস্তোরাঁ—এই সব ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ জারি করা হতে পারে।
কলকাতা: প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ (COVID Cases)। তার মধ্যেই রাজ্যে আরও দুই ওমিক্রণ (COVID Variant Omicron) আক্রান্তের হদিশ মিলল। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বাংলাদেশ থেকে আসার সময় পেট্রাপোল সীমান্তে নমুনা পরীাক্ষা (Sample Test) করান ওই দুই ব্যক্তি। শনিবার তাঁদের রিপোর্ট পজিটিভ (COVID Report) এসেছে। আবার ওড়িশা থেকে আসা এক ব্যক্তির শরীরেও ওমিক্রন ধরা পড়েছে। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই নিয়ে, রাজ্যে এখনও পর্যন্ত ১৮ জন ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গেল।
এ দিকে দৈনিক সংক্রমণও কার্যত রকেটের গতিতেই বেড়ে চলেছে। কলকাতায় মারাত্মক ভাবে ছড়াচ্ছে করোনা। কলকাতার পজিটিভিটি রেট ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন চিকিৎসকরা। সোমবার থেকে কড়া বিধিনিষেধ জারি করার কথা ভাবছে রাজ্য সরকার।
শনিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৫১২ জন। গতকালের দৈনিক সংক্রমণ ছিল ৩ হাজার ৪৫১। অর্থাৎ এক দিনে লাফিয়ে সংক্রমণ বাড়ল ১ হাজার ৬১। গত ২৪ ঘণ্টায় মৃত্যুও হয়েছে ৯ জন করোনা রোগীর।
আরও পড়ুন: Sourav Ganguly Health Update: ওমিক্রন পরীক্ষার রিপোর্ট হাতে এল সৌরভের, কী জানাল হাসপাতাল?
শুক্রবারের তুলনায় শনিবার রাজ্যে করোনা পরীক্ষাও (COVID Test) কম হয়েছে। এক দিন আগে যেখানে ৪০ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছিল। এ দিন পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ৫৪২ জনের নমুনা। যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা হয় এবং তার মধ্যে যত জনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে, তাকে সংক্রমণের হার বলা হয়। রাজ্যে এই মুহূর্তে করোনা সংক্রমণের হার ১২.০২ শতাংশ। শুক্রবার, কলকাতায় পজিটিভিটি রেট ছিল সাড়ে ১৮ শতাংশ। শনিবার, সেই সংখ্যা ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। অর্থাৎ, যাঁরা কোভিড টেস্ট করাচ্ছেন, তাঁদের প্রতি চার জনের মধ্যে এক জনের শরীরে সংক্রমণ ধরা পড়ছে।
এই অবস্থায়, সোমবার থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করার কথা ভাবছে সরকার। সূত্রের খবর, জমায়েত, বাজার, দোকান, লোকাল ট্রেন, বিমান যাত্রা, স্কুল-কলেজ, বার-রেস্তোরাঁ—এই সমস্ত ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ জারি করা হতে পারে।
আগামী ৩ জানুয়ারি, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্টস উইকের অনুষ্ঠান করার কথা ছিল। করোনার রেকর্ড সংক্রমণ-বৃদ্ধির জেরে আপাতত সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রবিবার থেকে রাজ্য জুড়ে ‘দুয়ারে সরকার’ শিবিরও শুরু হওয়ার কথা ছিল। তা-ও বাতিল হতে পারে। ৭ জানুয়ারি থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হওয়ার কথা। করোনা আবহে তা নিয়েও রাজ্য সরকার ভাবনাচিন্তা করছে বলে সূত্রের খবর। এদিকে, সংক্রমণ বৃদ্ধির জেরে, রাজ্যের সব আদালতে ভার্চুয়াল মাধ্যমে শুনানি হবে বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।