WB Dengue Death: বাড়ছে উদ্বেগ, এবার খড়গপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু একজনের
West Midnapore News: পরিবার সূত্রে খবর, সোমবার থেকে জ্বরে ভুগছিলেন রুনিতা। তকাল রাতে মৃত্য়ু হয় তাঁর। ডেঙ্গি শক সিনড্রমের কারণে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্য়ু হয়েছে বলে দাবি মৃতার পরিবারের।
![WB Dengue Death: বাড়ছে উদ্বেগ, এবার খড়গপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু একজনের WB Dengue Death Kharagpur of West Medinipur, a housewife died of dengue WB Dengue Death: বাড়ছে উদ্বেগ, এবার খড়গপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু একজনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/22/cd72d63e9a4f22ef1db32fa8b5d33a50169536621022151_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: রাজ্য়ে ফের ডেঙ্গি (Dengue) আক্রান্তের মৃত্য়ু। এবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মৃত্য়ু হল ডেঙ্গি আক্রান্ত এক গৃহবধূর। খড়গপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের খরিদার বাঙালি পাড়ার বাসিন্দা রুনিতা মল্লিক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হল তাঁর।
ডেঙ্গি আক্রান্তের মৃত্যু: পরিবার সূত্রে খবর, সোমবার থেকে জ্বরে ভুগছিলেন রুনিতা। রক্ত পরীক্ষায় ডেঙ্গি পজিটিভ আসে ওই গৃহবধূর। অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাঁকে খড়গপুরের মালঞ্চতে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতালে (Medinipur Medical College Hospital) স্থানান্তরিত করা হয়। গতকাল রাতে মৃত্য়ু হয় তাঁর। ডেঙ্গি শক সিনড্রমের কারণে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্য়ু হয়েছে বলে দাবি মৃতার পরিবারের।
ভয় ধরাচ্ছে ডেঙ্গির দাপট। গত একসপ্তাহে কলকাতায় একে একে ৫ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। জ্বরে আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালে। ৮ দিনে কলকাতায় ৫ ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু। সরকারি মতে মৃতের সংখ্য়া ৩ হলেও, বেসরকারি মতে ইতিমধ্য়েই তা ৩৬-এ পৌঁছে গেছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ২৮ হাজার ৬৭ জন। ক্রমেই ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে নিচ্ছে, মশা-বাহিত এই রোগ। বাড়ছে মত্য়ু মিছিল, দিকে দিকে স্বজন হারানোর যন্ত্রণা, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। এই পরিস্থিতিতে, হাসপাতালেও দেখা দিয়েছে বেডের আকাল।
শুরু হয়েছে বেডের জন্য় হাহাকার। যেমন বেলেঘাটা ID, ২২ বছরের তরুণী। জ্বরে আক্রান্ত। এত আক্রান্ত বাড়ছে। কিন্তু কর্তৃপক্ষ তৎপর নয়। ওষুধ, ওআরএস দিয়ে আগামীকাল আসতে বলা হয়েছে। জ্বরে আক্রান্ত এরকম অজস্র রোগীদের ভিড় হাসপাতাল চত্বর জুড়ে। এই মুহূর্তে বেলেঘাটা আইডিতে জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৪৭ জন। সবচেয়ে ভয়াবহ ডেঙ্গি-পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। সেখানে আক্রান্তের সংখ্য়া, ৬ হাজার ৯২৫। এরমধ্য়ে বিধাননগর পুর এলাকা ও দমদমে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া সবথেকে বেশি। নদিয়ার হরিণঘাটা ও রানাঘাটেও হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলায় ডেঙ্গি আক্রান্ত ৩ হাজার ৯৬০ জন। সূত্রের খবর, এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য় দফতর। এই পরিস্থিতিতে জেলাশাসকদের আরও সতর্কভাবে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য় সরকার। বলা হয়েছে, আরও বেশি করে বাড়ি বাড়ি যেতে হবে প্রয়োজনে জেলাশাসকদের রাস্তায় নামতে হবে। স্বাস্থ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব, এমনই নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন: Howrah News: রাজ্য়ে পদ্মার ইলিশ, হাওড়ার পাইকারি বাজারে শুরু বিক্রি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)