WB Dengue Case: বর্ষা আসতেই আতঙ্ক, রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ
West Bengal News: কখনও চড়া রোদ, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। জায়গায় জায়গায় জমছে জল, আর তাতে জন্মাচ্ছে মশার লার্ভা। বর্ষা আসতেই রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গি প্রকোপ।

কলকাতা: বর্ষা আসতেই রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। এই মাসেই, রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হয়েছে প্রায় হাজার। ডেঙ্গির প্রকোপের তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা, অন্যদিকে, কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম। ডেঙ্গি নিয়ন্ত্রণে জোরকদমে মাঠে নেমেছে স্বাস্থ্য দফতর।
কখনও চড়া রোদ, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। জায়গায় জায়গায় জমছে জল, আর তাতে জন্মাচ্ছে মশার লার্ভা। বর্ষা আসতেই রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গি প্রকোপ। স্বাস্থ্য় দফতরের তথ্য় বলছে, এই মাসে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় হাজার। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৬৭ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৩৫৬। হুগলিতে ২৬৫। অন্যদিকে, হাওড়ায় ২৪১ জন ও মালদায় ২৩৩ জন আক্রান্ত হয়েছেন। কলকাতার আক্রান্তের সংখ্য়া ১৭৬।
২০২৩ সালে, রাজ্য়ের ডেঙ্গি সংক্রমণ ভেঙে দিয়েছিল ১২ বছরের রেকর্ড। আক্রান্ত হয়েছিলেন প্রায় ১ লক্ষ ৭ হাজার জন। তার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তা নিয়ে ইতিমধ্যে বৈঠক সেরেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে যাতে ডেঙ্গির উপরে নিয়ন্ত্রণ রাখা যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি বলেন, "এবারে ডেঙ্গি হয়েছ গত ২ বছরে কমেে এবারে বাড়ার আশঙ্কা। যেহেতু এগিয়ে এসেছে বর্ষা, সেইজন্যই বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাবও।'' সংক্রামক রোগ বিশেষজ্ঞ অমিতাভ নন্দী বলেন, "এখন আর কোনও শহরাঞ্চলে থেমে নেই ডেঙ্গি। এর ব্যপ্তি এখন অনেক দূর।''
শুধু ডেঙ্গিই নয়, ম্যালেরিয়া আক্রান্তের নিরিখে কয়েকবছর ধরে প্রথম দশে কলকাতা। টানা ৩ বছর ছিল ১ নম্বরে, এবার রয়েছে ষষ্ঠ স্থানে। ফের কেন্দ্রীয় সরকারের বার্ষিক ম্যালেরিয়া রিপোর্টে উদ্বেগজনক জায়গায় কলকাতা। ২০২৪ সালের ম্যালেরিয়া রিপোর্ট প্রকাশ করে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের ৭৭৫টি জেলার মধ্যে ম্যালেরিয়া আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে কলকাতা। কেন্দ্রের তালিকায় কলকাতার আগে রয়েছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম ও গোড্ডা এবং ওড়িশার কালাহান্ডি, রায়গড়া ও কান্ধামাল জেলা। গত বছর কলকাতায় ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৭৭ জন। দেশের মেট্রো শহর গুলোর মধ্যে একমাত্র কলকাতাতেই এই পরিমাণ ম্যালেরিয়া হয়েছে গত বছর। তবে শুধু ২০২৪ নয়, উদ্বেগের একই ছবি ছিল ২০২১, ২২ ও ২৩ সালে। পরপর তিন বছর দেশের সব জেলাকে পিছনে ফেলে ম্যালেরিয়া সংক্রমণে দেশের মধ্যে প্রথম হয় কলকাতা জেলা।






















