Dengue: ভয় ধরাচ্ছে ডেঙ্গি, আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা
WB Dengue Case: ৮ দিনে কলকাতায় ৫ ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু। সরকারি মতে মৃতের সংখ্য়া ৩ হলেও, বেসরকারি মতে ইতিমধ্য়েই তা ৩৬-এ পৌঁছে গেছে।
কলকাতা: ভয় ধরাচ্ছে ডেঙ্গির (Dengue) দাপট! গত একসপ্তাহে কলকাতায় একে একে ৫ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। জ্বরে আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালে। সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। উদ্বেগ বাড়াচ্ছে নদিয়ার হরিণঘাটা ও রানাঘাটের ডেঙ্গি-পরিস্থিতি।
বাড়ছে আক্রান্তের সংখ্যা: ৮ দিনে কলকাতায় ৫ ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু। সরকারি মতে মৃতের সংখ্য়া ৩ হলেও, বেসরকারি মতে ইতিমধ্য়েই তা ৩৬-এ পৌঁছে গেছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ২৮ হাজার ৬৭ জন। ক্রমেই ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে নিচ্ছে, মশা-বাহিত এই রোগ। বাড়ছে মত্য়ু মিছিল, দিকে দিকে স্বজন হারানোর যন্ত্রণা, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্য়া।এই পরিস্থিতিতে, হাসপাতালেও দেখা দিয়েছে বেডের আকাল।
শুরু হয়েছে বেডের জন্য় হাহাকার। যেমন বেলেঘাটা ID, ২২ বছরের তরুণী। জ্বরে আক্রান্ত। এত আক্রান্ত বাড়ছে। কিন্তু কর্তৃপক্ষ তৎপর নয়। ওষুধ, ওআরএস দিয়ে আগামীকাল আসতে বলা হয়েছে। জ্বরে আক্রান্ত এরকম অজস্র রোগীদের ভিড় হাসপাতাল চত্বর জুড়ে। এই মুহূর্তে বেলেঘাটা আইডিতে জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৪৭ জন। চিকিৎসক জয়দেব রায় বলেন, “সাবধানতা। সচেতনতা। দুটোই নিতে হয়। মানুষ প্রশাসন দুজনকেই সক্রিয় হতে হবে।’’ চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, “ডেপুটি মেয়রকে গিয়ে কোনও লাভ নেই। আগের বারও হয়েছে। এবারও হয়েছে। মশা সরানোর জন্য় অন্য় এনেক ব্য়বস্থা হবে। নিতে হবে।’’
সবচেয়ে ভয়াবহ ডেঙ্গি-পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়।সেখানে আক্রান্তের সংখ্য়া, ৬ হাজার ৯২৫। এরমধ্য়ে বিধাননগর পুর এলাকা ও দমদমে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া সবথেকে বেশি। চিকিৎসক যোগীরাজ রায় বলেন, “সবাইকে সতর্ক হতে হবে। জল জমানো যাবে না। পরীক্ষা করাতে হবে দ্রুত।’’ নদিয়ার হরিণঘাটা ও রানাঘাটেও হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলায় ডেঙ্গি আক্রান্ত ৩ হাজার ৯৬০ জন। সূত্রের খবর, এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য় দফতর। এই পরিস্থিতিতে জেলাশাসকদের আরও সতর্কভাবে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য় সরকার। বলা হয়েছে, আরও বেশি করে বাড়ি বাড়ি যেতে হবে প্রয়োজনে জেলাশাসকদের রাস্তায় নামতে হবে। স্বাস্থ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব, এমনই নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন: Nipah Virus : শিয়রে শঙ্কা, কিন্তু নিপা ভাইরাস চিহ্নিত করার মতো পরিকাঠামোই নেই পশ্চিমবঙ্গে !