WB HS Results 2022: উচ্চ মাধ্যমিকে ছাত্রদের তুলনায় কম ছাত্রীদের পাশের হার
West Bengal HS Result 2022: তবে উচ্চ মাধ্যমিকে একক প্রথম হয়েছেন ৪৯৮ পেয়ে কোচবিহারের অদিশা দেবশর্মা। অন্যদিকে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় এবার এক থেকে দশের মধ্যে জায়গা করে নিয়েছে ২৮২ জন পড়ুয়া।
কলকাতা: প্রকাশিত হল ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB Higher Secondary Results)। সকাল এগারোটায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠক (Press Conference) করে ফলাফল ঘোষণা করেন। এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম দশের মেধাতালিকায় (WB HS Merit List) মোট ২৭২ জনের নাম আছে। মোট ৮৮.৪৪ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছেন।
ছাত্র-ছাত্রীদের পাশের হার
চলতি বছরে উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭,২০, ৮৬২ জন। তার মধ্যে এই বছর পাশ করেছেন মোট ৬,৩৬,৮৭৫ জন। শতাংশের বিচারে যা খুবই ভাল, ৮৮.৪৪ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ। উচ্চ মাধ্যমিকেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার কম। এবারে ছাত্রীদের পাশের হার ৮৬. ৯৮ শতাংশ।
অন্যদিকে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় এবার এক থেকে দশের মধ্যে জায়গা করে নিয়েছে ২৮২ জন পড়ুয়া। তাঁদের মধ্যে ১৪৪ জন ছাত্র এবং ১২৮ জন ছাত্রী। তবে উচ্চ মাধ্যমিকে একক প্রথম হয়েছেন ৪৯৮ পেয়ে কোচবিহারের অদিশা দেবশর্মা।
পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল। ৪৯৮ নম্বর পেয়ে প্রথম স্থান পেয়েছেন কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের অদিশা দেবশর্মা। দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ সামন্ত পেয়েছেন ৪৯৭ নম্বর। তিনি পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র। ৪৯৬ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন চার জন। তাঁদের মধ্যে রয়েছেন পাঠভবনের রহিন সেন। হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র সোহম দাস। কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের অভীক দাস। পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র পরিচয় পারি।
আরও পড়ুন: WB HS Results 2022: উচ্চমাধ্য়মিকের ফল প্রকাশ, প্রথম দশে ২৭২ ছাত্র-ছাত্রী
সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb12.abplive.com -এ
উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb12.abplive.com
করোনা আবহে বিশেষ ব্যবস্থা
করোনার বাড়বাড়ন্তের জেরে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। এ বারে পরীক্ষা হলেও, নিজের স্কুলেই পরীক্ষায় বসেন পরীক্ষার্থীরা। যা এই প্রথম। করোনা আবহে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।