(Source: Poll of Polls)
WB HS Results Toppers: মুখ্যমন্ত্রীর টাকায় ফোন, চতুর্থ হয়ে ধন্যবাদ জানালেন অর্পিতা
West Bengal HS Results 2022 declared today: ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছেন অর্পিতা মণ্ডল।
বাঁকুড়া: এক একটি দিন গিয়েছে, দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। নানা সমস্যার সঙ্গে মানিয়ে-গুছিয়েই চলেছে পড়াশোনা। এতদিন কঠোর পরিশ্রমের ফল পেলেন বাঁকুড়ার (Bakura) অর্পিতা মন্ডল। ২০২২ সালের উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করলেন অর্পিতা। বাঁকুড়ার (Bankura) পাথরমোড়া হাই স্কুলের ছাত্রী অর্পিতা মণ্ডল। প্রতিদিন লড়াই করে এমন ফলাফলে খুশি অর্পিতা। খুশি পরিবারও।
লড়াই করে পড়াশোনা:
কোভিডের (Covid) দাপটে বন্ধ ছিল স্কুল। অনলাইনে শুরু হয়েছিল পড়াশোনা। কিন্ত ফোন কোথায়? পড়াশোনার জন্য আলাদা করে ফোন কেনার সামর্থ্য ছিল না অর্পিতার। সেই সময়ই মুশকিল আসান হয়ে ওঠেন খোদ মুখ্যমন্ত্রী (Chief Minister)। অর্পিতা জানাচ্ছেন, তাঁরই দেওয়া টাকায় ফোন (Phone) কিনে পড়াশোনা শুরু করেন অর্পিতা মন্ডল। কোভিড পরিস্থিতিতে অনলাইন ক্লাস শুরু হওয়ার পর রাজ্যজুড়ে নানা সমস্যার কথা উঠে আসছিল। ফোনের অভাবে, ট্যাবের অভাবে পড়াশোনা প্রায় বন্ধ হতে বসেছিল বহু ছাত্রছাত্রীর। তখনই একটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ফোন বা ট্যাব কেনার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই টাকা পেয়েছিলেন অর্পিতা। সেই ফোন দিয়েই পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি।
নেট কানেকশন সমস্যা হতো। নেট চলে যেত। ক্লাস থেকে বেরিয়ে যেতে হতো। এভাবেই নানা সমস্যা সামলে পড়াশোনা করে সাফল্যের মুখ দেখলেন অর্পিতা।
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৭,২০, ৮৬২ জন। যত সংখ্যক ছাত্রছাত্রী এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নিজের নাম নথিভূক্ত করেছিল। তাদের মধ্যে ৯৬.৮ শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। এ বছর পাশ করেছে ৬,৩৬,৮৭৫ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ২ মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি।
সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb12.abplive.com
উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন https://wb12.abplive.com
আরও পড়ুন: সামনের বছর পূর্ণাঙ্গ সিলেবাসে উচ্চ মাধ্যমিক, জানাল সংসদ
Education Loan Information:
Calculate Education Loan EMI