WB HS Results Toppers: 'অনলাইনে পড়াশোনা করতে খুবই সমস্যা হয়েছে', বলছে সপ্তম স্থানাধিকারী সূর্যানি
WB HS Results 2022 Topper Suryani Mondal reactions: 'আমরা ল্যাব ব্যবহারের সুযোগ খুব কম পেয়েছি। তবে যেটুকু পেয়েছি সেটা আমাদের শিক্ষিকারা যথেষ্টভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন।
কলকাতা: উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় (HS Merit List) নাম রয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) সূর্যানি মণ্ডলের (Suryani Mondal)। বহরমপুর মহারানি কাশীশ্বরী গার্লস হাইস্কুলের ছাত্রী সূর্যানি ৯৮.৪ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে এবারে সপ্তম স্থান (Seventh Rank) অধিকার করেছে। মোট প্রাপ্ত নম্বর ৪৯২। এবিপি আনন্দের স্টুডিওতে পাওয়া গেল সূর্যানিকে। কী বলছে সে?
সপ্তম স্থানে সূর্যানি, কী প্রতিক্রিয়া?
এমন ফলে স্বভাবতই আনন্দিত ও উচ্ছ্বসিত সূর্যানি। তাঁর কথায়, 'খুবই ভাল লাগছে। চেষ্টা করব এই ফলটা ধরে রাখার।' সাংবাদিক বৈঠক থেকেই নিজের নাম জেনেছে সূর্যানি। তারপর বন্ধু বান্ধব, আত্মীয়দের ফোন শুভেচ্ছা তো ছিলই।
গত এক-দুই বছরে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার প্রক্রিয়া বেশ অন্যরকম ছিল। করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ হয়ে যায়, অনলাইনে পড়াশোনা করতে হয়। তাতে কোনও সুবিধা বা অসুবিধা হয়েছে? 'আমার অনলাইন সত্যিই কোনও সুবিধা করেনি। আমার ভীষণ অসুবিধাই হত। যেকোনও কনসেপ্ট ক্লিয়ার করতে বা টেক্সট বইয়ের কোনও জটিল টপিক বুঝতে আমার খুবই সমস্যা হয়েছে। নেটওয়ার্কের সমস্যাও হত খুব। ফলে যেদিন থেকে আবার অফলাইনে পড়াশোনা শুরু হয়েছে তখন সেই ডাউটগুলো ক্লিয়ার করেছি।'
অফলাইনে শিক্ষকদের কাছ থেকে গাইডেন্স নিতে পেরেছিল সূর্যানি? 'অনলাইনের সময় সম্ভব হয়নি। কিন্তু একাদশ শ্রেণির পুজোর সময় থেকে আর দ্বাদশের মোটামুটি অনেকটা সময়ই অফলাইনে পড়াশোনা হয়েছে।'
অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি সবক্ষেত্রেই প্রচুর প্র্যাক্টিসের প্রয়োজন পড়ে। অনলাইনে সেগুলো করতে সমস্যা হত? না কি নিজেদের মানিয়ে নিয়েছিলে? 'অনলাইনে আমার অনেক রকম সমস্যা হত। নেটওয়ার্ক সমস্যা ছিল। অনেক জিনিস ক্লিয়ার হত না। তবে অফলাইন ক্লাস শুরু হওয়ার পর সেগুলো বুঝে নিয়েছি। আর নির্দিষ্টভাবে অঙ্কের কথা বললে অঙ্ক আমি বাবার কাছে করেছি, ফলে ওই বিষয়ে কোনও সমস্যা হয়নি।'
পিওর সায়েন্সের ছাত্রী সূর্যানি। তাঁদের পড়াশোনার অন্যতম অঙ্গ প্র্যাক্টিক্যাল পরীক্ষা। কিন্তু করোনা পরিস্থিতিতে ল্যাব ব্যবহারের সুযোগ খুব কমই পেয়েছে তাঁরা। 'আমরা ল্যাব ব্যবহারের সুযোগ খুব কম পেয়েছি। তবে যেটুকু পেয়েছি সেটা আমাদের শিক্ষিকারা যথেষ্টভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন। কিন্তু আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী। বেশিরভাগটাই আমার ল্যাব নির্ভর। ফলে পরবর্তীকালেও এটা একটা খামতি হয়তো থেকে যাবে। চেষ্টা করব পরে এই ঘাটতি পূরণ করার।'
সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb12.abplive.com-এ
উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb12.abplive.com