WB Madhyamik Results 2022: 'এক থেকে দশের মধ্যে থাকব তা নিশ্চিত ছিলাম', জানালেন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী রৌনক
WB Madhyamik Results: রৌনক বলেন, "আমি জানতাম যে এক থেকে দশের মধ্যে থাকব। তবে প্রথম হব এটা ভাবিনি।
কলকাতা: প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল। এবারের মাধ্যমিকে প্রথম হয়েছেন ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই। বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম হয়েছেন। অর্ণব ও রৌনক দুজনেই পেয়েছেন ৬৯৩।
রৌনক বলেন, "আমি জানতাম যে এক থেকে দশের মধ্যে থাকব। তবে প্রথম হব এটা ভাবিনি। খুবই ভাল লেগেছে রেজাল্ট দেখে। টেস্ট পেপার খুঁটিয়ে পড়েছিলাম। আর কোয়েশ্চন ব্যাঙ্ক থেকেও প্রশ্ন উত্তর করেছিলাম। পড়াশুনোর পাশাপাশি গান করতে ভাল লাগে। আর গল্পের বই পড়তেও খুব ভাল লাগে। এর আগে ভলিবল খেলতাম।
করোনা লকডাউনের সময় স্যরেরা খুব সাহায্য করেছি। অনলাইনে পড়তাম সেই সময়। তবে নিদির্ষ্ট সময় ঠিক ছিল না কিছু। করোনার সময় ক্লাস নাইনে খুব প্রভাব পড়েছিল। আমার অঙ্ক এবং জীবনবিজ্ঞান পড়তে খুব ভাল লাগে। আগামী দিনে চিকিৎসক হতে চাই। আমার মা বাবা শিক্ষক শিক্ষিকারা খুব সাহায্য করেছেন। বই ভাল করে পড়লেই হবে।
আরও পড়ুন, প্রকাশিত হল ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার তারিখ
সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb10.abplive.com-এ
মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb10.abplive.com
প্রসঙ্গত, এবছর পরীক্ষার্থী ছিল প্রায় ১১ লক্ষ। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি। পাসের হার ৮৬ দশমিক ৬০ শতাংশ। পাস করেছে ৯ লক্ষ ৯৪ হাজার ৯২৭ জন। এবার মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়। পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লক্ষ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৯৬১ জন বেশি।
Education Loan Information:
Calculate Education Loan EMI