WB Rain Forecast: বাইরে বেরোচ্ছেন? সঙ্গে রাখুন ছাতা, আগামী ২-৩ ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি
Weather Update: হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
কলকাতা: সকাল থেকেই মুখভার আকাশের। আজও দিনভর বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস (WB Rain Forecast)। আগামী ২ থেকে ৩ ঘণ্টা ভিজবে একাধিক জেলা। হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)।
কোথায় কোথায় বৃষ্টির পূর্বভাস?
দক্ষিণ ভারতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব এ রাজ্য়েও। ঘূর্ণিঝড় মিগজাউমের অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে ছত্তীশগঢ়ে অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ থেকে ৩ ঘণ্টা কলকাতা সহ সংলগ্ন জেলা যেমন হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rain Forecast) হবে।
Date | Min Temp | Max Temp | Weather | |
07-Dec | 9.0 | 26.0 | Clear sky | |
08-Dec | 9.0 | 25.0 | Shallow Fog | |
09-Dec | 8.0 | 25.0 | Shallow Fog | |
10-Dec | 8.0 | 23.0 | Mist | |
11-Dec | 7.0 | 23.0 | Shallow Fog | |
12-Dec | 7.0 | 24.0 | Fog | |
13-Dec | 8.0 | 24.0 | Fog |
আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বেশি বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতাতেও। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।
কলকাতার আবহাওয়া: ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে পূর্বভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে শীতের আমেজ ফিরতে পারে। আগামী মঙ্গলবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: Robotic Surgery: স্বাস্থ্য পরিষেবার মুকুটে নতুন পালক, SSKM-এ শুরু হতে চলেছে রোবোটিক সার্জারি