Madhyamik Result 2025: প্রকাশিত হল মাধ্যমিকের ফল, চতুর্থ স্থানে মহম্মদ সেলিম
WB Class 10th Result: মেধাতালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিল মহম্মদ সেলিম। পূর্ব বর্ধমানের নিরোল হাইস্কুলের ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯২।

রানা দাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কেতুগ্রাম ও কলকাতা: প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফল। মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন ।মেধাতালিকায় জায়গা করে নিয়েছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ছাত্র নিরোল হাইস্কুলের মহম্মদ সেলিম। চতুর্থ স্থানাধিকারী ওই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯২। আর মাধ্যমিক উত্তীর্ণ সেলিমকে শুভেচ্ছা জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
পড়তে ভালবাসে গল্পের বই। পড়াশোনার জন্য নিয়মিত অধ্যাবসায় গুরুত্বপূর্ণ বলে মনে করে সে। পড়ার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে পড়ার বইকে। চতুর্থ স্থানাধিকারী জানাচ্ছে এই সাফল্য এসেছে পরিবার, শিক্ষকদের জন্যই। ভবিষ্য়তে হতে চায় গবেষক। মহম্মদ সেলিম জানাচ্ছে, "খুবই ভাল লাগছে। প্রেস কনফারেন্সেই জানতে পারি। পরীক্ষার আগে বেশ টেনশনে ছিলাম। পরীক্ষা ভাল করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি। এতটা ভাল রেজাল্ট করব আশা করিনি। শহরে থাকুক বা গ্রামে থাকুক ঠিক মতো পড়লে আর সাহায্য পেলে রেজাল্ট ভাল হবে। স্কুলের শিক্ষকরা খুব সাহায্য করেছেন। পাশে পেয়েছি গৃহ শিক্ষকদের। প্রতিদিন আট থেকে দশ ঘণ্টা পড়েছি। তবে খুব স্বাধীনভাবে পড়াশোনা করেছি। রেফারেন্সে প্রাধান্য দিতাম না। আগে টেক্সট বই পড়েছি। তারপর রেফারেন্স। গল্পের বই পড়তে আর গার্ডেনিং করতে ভাল লাগে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। টার্গেট IIT। ভবিষ্যতে গবেষক হতে চাই।''
মহম্মদ সেলিম নামটা পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে অত্যন্ত পরিচিত। নেমসেককে শুভেচ্ছাবার্তা পাঠালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ভিয়েতনামের যুদ্ধ জয়ের ৫০ বছর পালন উপলক্ষে সেখানে রয়েছেন সিপিএম নেতা। মাধ্যমিকের ফলপ্রকাশের পর তিনি বলেন, "মাধ্যমিক পাস সমস্ত ছাত্র ছাত্রীদের অভিনন্দন। আর মহম্মদ সেলিম নামক কৃতি ছাত্র পরীক্ষায় চতুর্থ হয়েছে দেখে সমনামের ব্যক্তি হিসেবে বেশ আপ্লুত হয়েছি। তবে নাম সেলিম বলে আলাদা করে দেখার কিছু নেই, আমি চাইব সকল কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে পড়াশোনার মেধার পাশাপাশি সমাজ উন্নয়নের সচেতনতা সঞ্চারিত হোক। তাদের হাত ধরেই উন্নততর এক শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠুক।
কোন বিষয়ে কত পেয়েছে মহম্মদ সেলিম?
| বিষয় | প্রাপ্ত নম্বর |
| প্রথম ভাষা | ১০০ |
| দ্বিতীয় ভাষা | ৯৫ |
| অঙ্ক | ১০০ |
| ভৌতবিজ্ঞান | ১০০ |
| জীবন বিজ্ঞান | ৯৯ |
| ইতিহাস | ৯৮ |
| ভূগোল | ১০০ |
কীভাবে দেখবেন রেজাল্ট?
এবারও জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। সকাল ৯টা ৪৫ থেকে দেখা যাচ্ছে ফল।
- প্রথমে তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ
- দিতে হবে রোল নম্বর এবং জন্ম তারিখ
- তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে
- তাহলেই ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনের স্ক্রিনে
Education Loan Information:
Calculate Education Loan EMI























